পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'তৃণমূলের মন্ত্রীরা সবাই জেলের ভিতরে ক্যাবিনেট মিটিং করবেন', কটাক্ষ সুকান্তর - লোকসভা নির্বাচন

Sukanta Majumdar Slams TMC and Congress: নদিয়ার কৃষ্ণনগরে প্রতিবাদ সভায় যোগ দিতে এসে তৃণমূলকে তুলোধনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

ETV Bharat
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 7:08 AM IST

নদিয়ার কৃষ্ণনগরে জনসভায় সাংবাদিকদের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

কৃষ্ণনগর, 3 ডিসেম্বর: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিতে বহু বেনামী অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাচ্ছে ৷ এই প্রসঙ্গে বিজেপির রাজ্যসভাপতি বললেন, "সেগুলি দিয়ে আসলে তৃণমূল কালো টাকা সাদা করত ৷ তৃণমূলের যা অবস্থা, অপেক্ষা করুন, সেদিন আসছে, যখন দেখা যাবে জেলের মধ্যেই তাঁরা ক্যাবিনেট মিটিং করছেন ৷"

শনিবার নদিয়া উত্তর সাংগঠনিক কিষাণ মোর্চার পক্ষ থেকে কৃষ্ণনগর লাইব্রেরির মাঠে একটি প্রতিবাদী জনসভার আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ৷ এদিন তিনি সাংবাদিকদের বলেন, "তৃণমূলের সবাই চোর, আগামী দিন দেখতে পাবেন সবাই গ্রেফতার হয়েছে ৷"

এদিকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ বিষয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী ৷ এই চিঠি প্রসঙ্গে সুকান্ত বলেন, "এখানে অধীর চৌধুরী তৃণমূলের বিরোধিতা করলেও দিল্লিতে পাপ্পু আর এ রাজ্যের আপ্পু একসঙ্গে রাজনীতি করে ৷ পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরোধিতা করলেও দিল্লিতে পাপ্পু আর আপ্পু এক ৷ তাঁদের উদ্দেশ্য নরেন্দ্র মোদির বিরোধিতা করা ৷" তিনি আরও বলেন, "মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের বিষয়টি সম্পূর্ণ অধ্যক্ষের ব্যক্তিগত ব্যাপার ৷ তাঁর নিজস্ব পদাধিকার বলে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তিনি নিজেই ঠিক করবেন ৷"

আগামী বছর লোকসভা নির্বাচন হওয়ার কথা ৷ বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা বাংলায় বিজেপির জয় প্রসঙ্গে আত্মবিশ্বাসী ৷ তিনি বলেন "গতবার লোকসভা ভোটে এ রাজ্য থেকে আমরা 18 টি আসন পেয়েছিলাম ৷ তবে এ বছর আমরা আরও বেশি সংখ্যক আসন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে অব্যাহত রাখব ৷"

আরও পড়ুন:

  1. চোর মমতা ছাড়া বাংলায় দ্বিতীয় আর কোনও স্লোগান নেই, কটাক্ষ শুভেন্দুর
  2. আদালতের নির্দেশে এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিনে সিসিটিভি, তবে নেট সংযোগের অভাবে করছে না কাজ
  3. শুভেন্দু অসভ্যতা করেছে বলে সাসপেন্ড, মহুয়া আদানির বিরুদ্ধে বলেছে তাই পদক্ষেপ: ফিরহাদ হাকিম

ABOUT THE AUTHOR

...view details