নদিয়ার কৃষ্ণনগরে জনসভায় সাংবাদিকদের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কৃষ্ণনগর, 3 ডিসেম্বর: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিতে বহু বেনামী অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাচ্ছে ৷ এই প্রসঙ্গে বিজেপির রাজ্যসভাপতি বললেন, "সেগুলি দিয়ে আসলে তৃণমূল কালো টাকা সাদা করত ৷ তৃণমূলের যা অবস্থা, অপেক্ষা করুন, সেদিন আসছে, যখন দেখা যাবে জেলের মধ্যেই তাঁরা ক্যাবিনেট মিটিং করছেন ৷"
শনিবার নদিয়া উত্তর সাংগঠনিক কিষাণ মোর্চার পক্ষ থেকে কৃষ্ণনগর লাইব্রেরির মাঠে একটি প্রতিবাদী জনসভার আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ৷ এদিন তিনি সাংবাদিকদের বলেন, "তৃণমূলের সবাই চোর, আগামী দিন দেখতে পাবেন সবাই গ্রেফতার হয়েছে ৷"
এদিকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ বিষয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী ৷ এই চিঠি প্রসঙ্গে সুকান্ত বলেন, "এখানে অধীর চৌধুরী তৃণমূলের বিরোধিতা করলেও দিল্লিতে পাপ্পু আর এ রাজ্যের আপ্পু একসঙ্গে রাজনীতি করে ৷ পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরোধিতা করলেও দিল্লিতে পাপ্পু আর আপ্পু এক ৷ তাঁদের উদ্দেশ্য নরেন্দ্র মোদির বিরোধিতা করা ৷" তিনি আরও বলেন, "মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের বিষয়টি সম্পূর্ণ অধ্যক্ষের ব্যক্তিগত ব্যাপার ৷ তাঁর নিজস্ব পদাধিকার বলে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তিনি নিজেই ঠিক করবেন ৷"
আগামী বছর লোকসভা নির্বাচন হওয়ার কথা ৷ বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা বাংলায় বিজেপির জয় প্রসঙ্গে আত্মবিশ্বাসী ৷ তিনি বলেন "গতবার লোকসভা ভোটে এ রাজ্য থেকে আমরা 18 টি আসন পেয়েছিলাম ৷ তবে এ বছর আমরা আরও বেশি সংখ্যক আসন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে অব্যাহত রাখব ৷"
আরও পড়ুন:
- চোর মমতা ছাড়া বাংলায় দ্বিতীয় আর কোনও স্লোগান নেই, কটাক্ষ শুভেন্দুর
- আদালতের নির্দেশে এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিনে সিসিটিভি, তবে নেট সংযোগের অভাবে করছে না কাজ
- শুভেন্দু অসভ্যতা করেছে বলে সাসপেন্ড, মহুয়া আদানির বিরুদ্ধে বলেছে তাই পদক্ষেপ: ফিরহাদ হাকিম