পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : প্রচারে মাইক ব্যবহারে বাধা, নবদ্বীপে থানায় ঢুকে বিক্ষোভ বিজেপির

নবদ্বীপে প্রচারে মাইক ব্যবহারের অনুমতি না দেওয়ায় থানার ভিতরে ঢুকে বিক্ষোভ বিজেপির (BJP Agitation in Nabadwip Police Station) ৷ অভিযোগ প্রশাসনের কাছে একাধিকবার পথসভা করার এবং মাইক বাজানোর অনুমতি চেয়ে আবেদন করেও, কোনও সাড়া পাওয়া যায়নি (BJP Protests for Not Getting Permission for Election Campaign) ৷ কিন্তু, তৃণমূল যখন তখন মাইক বাজিয়ে পথসভা করছে বলে অভিযোগ করেছে নবদ্বীপ বিজেপি ৷

Nabadwip Municipal Election 2022
WB Civic Poll 2022 BJP Protests for Not Getting Permission to Use Mic for Election Campaign

By

Published : Feb 20, 2022, 9:59 AM IST

নবদ্বীপ, 20 ফেব্রুয়ারি : নবদ্বীপ পৌরসভার ভোটে বিজেপির প্রচারে মাইক ও পথসভা করার অনুমতি না দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে ৷ আর তারই প্রতিবাদে রাতভর নবদ্বীপ থানার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব (BJP Protests for Not Getting Permission for Election Campaign) ৷ অনুমতি না পাওয়া পর্যন্ত থানার ভিতরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি ৷

27 ফেব্রুয়ারি রাজ্যে 106টি পৌরসভার নির্বাচন (WB Civic Polls 2022) ৷ তার আগে জোর কদমে চলছে প্রচার ৷ কিন্তু, নবদ্বীপ পৌরসভায় বিজেপিকে প্রচারে মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ আর তারই প্রতিবাদে শনিবার রাত 10টা নাগাদ নবদ্বীপ থানার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ অভিযোগ, রাজ্যের শাসকদল যখন খুশি, যেখানে সেখানে মাইক বাজিয়ে পথসভা ও প্রচার করছে ৷ কিন্তু, বিজেপি একাধিকবার মহকুমা শাসক ও পুলিশের কাছে প্রচারে মাইক ব্যবহারের অনুমতি চাইলেও তা মঞ্জুর করা হচ্ছে না ৷ এমনকি পথসভা করার অনুমতিও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷

মাইক ব্যবহারের অনুমতি না পেয়ে নবদ্বীপ থানার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাল বিজেপি

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : নবদ্বীপে পদ্ম শিবিরের এক ঝাঁক কর্মী-সমর্থকের যোগ তৃণমূলে

তার প্রতিবাদে শনিবার সারা রাত নবদ্বীপ থানার ভিতরে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা-কর্মীরা ৷ যে বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির শিল্পী সংসদের সভাপতি সিদ্ধার্থ নস্কর ৷ তিনি জানিয়েছেন, প্রশাসন যতক্ষণ না তাঁদের পথসভা করার এবং মাইক ব্যবহারের অনুমতি দিচ্ছে, ততক্ষণ এই বিক্ষোভ চলবে ৷

ABOUT THE AUTHOR

...view details