কল্যাণী, 2 ডিসেম্বর: বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনার প্রতিবাদে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভে সামিল হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর । ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নদিয়ার কল্যাণীতে ৷ সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী-সহ বিজেপি কর্মীরা কল্যাণী থানার সামনে বিক্ষোভ দেখান ৷ এ দিন বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়-সহ শতাধিক দলের কর্মী সমর্থকদের । পরে তাঁরা জখম বিজেপি কর্মীকে হাসপাতালে দেখতেও যান ৷
গতকাল সেলুনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে কোপানোর অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি তাঁকে খুনের চেষ্টা চালানোর অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷ আর এই হামলায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে । কল্যাণীর উত্তর চাঁদাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে ৷ আহত বিজেপি কর্মীর নাম মিহির বিশ্বাস ৷ তিনি বর্তমানে আশংকাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন । বিজেপির অভিযোগ, এই হামলার ঘটনায় আরমান শেখ ও আরবাজ শেখ নামে দুই ব্যক্তি জড়িত ৷ যাঁরা তৃণমূলের স্থানীয় সংখ্যালঘু সেলের দায়িত্বে রয়েছেন ৷