পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagannath Sarkar : শান্তিপুরে তৃণমূলের বিক্ষোভ, পিছু হঠলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার - বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

অনাস্থা ভোটকে কেন্দ্র করে শান্তিপুরে ধুন্ধুমার ৷ বিজেপি সাংসদকে দেখে বিক্ষোভ ফেটে পড়লেন তৃণমূল কর্মীরা ৷ কোনওরকমে নিরাপত্তারক্ষীদের সহায়তায় এলাকা ছেড়ে পালিয়ে বাঁচেন সাংসদ ৷

Jagannath Sarkar
Jagannath Sarkar

By

Published : Sep 8, 2021, 4:55 PM IST

Updated : Sep 8, 2021, 6:13 PM IST

শান্তিপুর, 8 সেপ্টেম্বর : পঞ্চায়েতে অনাস্থা ভোটকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ৷ ঘটনাস্থলে এসে তৃণমূল কর্মীদের তাড়া খেয়ে এলাকা ছাড়লেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । নিরাপত্তারক্ষীরা কোনওরকমে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় । ঘটনায় আক্রান্ত হয়েছেন একাধিক বিজেপি নেতা-কর্মী ।

ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ বিজেপির অনাস্থা ভোটের আবেদন মতো প্রশাসনের তরফ থেকে আজ বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট শুরু হয় । সকাল থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশবাহিনী । তৃণমূল কর্মীরা একে একে ঘটনাস্থলে জড়ো হয় । এরপর বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ঘটনাস্থলে উপস্থিত হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ।

পুলিশের সামনেই সাংসদকে তাড়া করে তৃণমূল কর্মীরা । এই অবস্থায় নিরাপত্তারক্ষীরা কোনওরকমে সাংসদকে নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রানাঘাট থানার এসডিপিও প্রবীর মণ্ডল ৷ ঘটনার তীব্র নিন্দা করে সাংসদ বলেন, "পুলিশ প্রশাসন কার্যত শাসকের দলদাসে পরিণত হয়েছে । তাই পুলিশের সামনেই আক্রান্ত হতে হল । "

যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাঁদের দাবি, সুষ্ঠুভাবে নির্বাচন চলাকালীন বিজেপি সাংসদ এসে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন । অনাস্থা চলাকালীন সেখানে এসে আইন ভেঙেছেন বিজেপি সাংসদ ৷ এর জন্য তাঁর কী শাস্তি হতে পারে তা তিনি নিজেই বলুন ৷

শান্তিপুরে অনাস্থা ভোটে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

আরও পড়ুন :Duare Sarkar : ভিড় নিয়ন্ত্রণে শান্তিপুরে দুয়ারে সরকারে ‘মুখ্যমন্ত্রী’ ও ‘দেবী লক্ষ্মী’

Last Updated : Sep 8, 2021, 6:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details