পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP MP : নিরাপত্তা বাহিনীর সরকারি অস্ত্র পুজো দিয়ে বিতর্কে বিজেপি সাংসদ - Trinamool Congress

নদিয়ার রানাঘাটের সাংসদ বিজেপির জগন্নাথ সরকার দুর্গাপুজোয় নিরাপত্তা বাহিনীর কাছে থাকা সরকারি অস্ত্রও পুজো দিয়েছেন বলে অভিযোগ ৷ তৃণমূল বিজেপি সাংসদের গ্রেফতারির দাবি তুলেছে ৷

bjp mp from ranaghat jagannath sarkar allegedly worship government arms during durga puja
BJP MP : নিরাপত্তা বাহিনীর সরকারি অস্ত্র পুজো দিয়ে বিতর্কে বিজেপি সাংসদ

By

Published : Oct 18, 2021, 1:57 PM IST

রানাঘাট, 18 অক্টোবর : দুর্গাপুজোয় (Durga Puja) রীতি মেনে অস্ত্র-পুজো করতে গিয়ে বিতর্কে নদিয়ার (Nadia) রানাঘাটের সাংসদ (Ranaghat MP) বিজেপির (BJP) জগন্নাথ সরকার (Jagannath Sarkar) ৷ অভিযোগ, তিনি নিরাপত্তা বাহিনীর কাছে থাকা সরকারি অস্ত্রও পুজো দিয়েছেন ৷ আইনত সেটা কি করা যায়, আপাতত সেই প্রশ্নই তুলছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷

আরও পড়ুন :WB ByPolls : শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী রাজু পাল

যদিও এই নিয়ে কোনও বিতর্ক হতে পারে না বলে দাবি করেছেন জগন্নাথ সরকার ৷ তাঁর দাবি, রাজ্যের তৃণমূল নেতা-কর্মীরা হিন্দু শাস্ত্র ভুলে গিয়েছেন । হিন্দু শাস্ত্রে লেখা রয়েছে অস্ত্র পুজো করা হয় । এরপর রাজ্যের শাসক দলের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘তৃণমূলকে বলব হিন্দু-সম্প্রদায়ের সব থেকে বিক্রি বেশি হয় পঞ্জিকা ৷ সেখানে স্পষ্ট লেখা রয়েছে অস্ত্র পুজোর কথা । অস্ত্র পুজোর দিন আমি সামরিক বাহিনীর অস্ত্র ব্যবহার করেছি । সেটা পুরোটাই বৈধ ৷ কারণ, ওই অস্ত্র যথেষ্ট নিরাপত্তার মধ্যেই ছিল ।’’

আরও পড়ুন :TMC-BJP Clash: সবুজসাথীর সাইকেল চুরির অভিযোগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলিবিদ্ধ 5

কিন্তু এই পুজোর সঙ্গে শান্তিপুর বিধানসভা আসনের আসন্ন উপনির্বাচনের যোগসূত্র খুঁজে পাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি জয়ন্ত সাহা বলেন, ‘‘অবিলম্বে সাংসদ জগন্নাথ সরকারকে গ্রেফতার করা হোক । তার কারণ উপনির্বাচনের আগে সামরিক বাহিনীর অস্ত্র ব্যবহার করে মানুষকে আতঙ্কিত করে তোলার চেষ্টা করেছেন বিজেপি সাংসদ । আমরা তীব্র নিন্দা জানাই ৷ ভোটের আগে কিছুতেই যেন মানুষকে প্রভাবিত না করতে পারে বিজেপি, সেই কারণেই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি সাংসদের বিরুদ্ধে ।’’

নিরাপত্তা বাহিনীর সরকারি অস্ত্র পুজো দিয়ে বিতর্কে বিজেপি সাংসদ

আরও পড়ুন :Poster Controversy : রামনগর পঞ্চায়েতে আজব পোস্টার ঘিরে বিতর্ক

যদিও এই নিয়ে চিন্তিত নন জগন্নাথ সরকার ৷ তিনি বঙ্গের শাসক দলের উদ্দেশে পালটা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘তৃণমূল চাইলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক ।’’

অন্যদিকে জেলার তৃণমূল নেতা তথা নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমানকৃষ্ণ সাহা এই ঘটনার নিন্দা করতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদাহরণ টেনে এনেছেন ৷ তিনি বলেন, ‘‘অস্ত্র পুজো করে কখনওই মানুষ শান্তিতে থাকতে পারেন না । মমতা বন্দ্যোপাধ্যায় অস্ত্র ছাড়াই দেখিয়ে দিয়েছেন কীভাবে মানুষের মন জয় করতে হয় ।’’

আরও পড়ুন :Aishe Babul: এক দলে বেশি দিন থাকলে শ্বাসকষ্ট হয়, বাবুলকে কটাক্ষ ঐশীর

ABOUT THE AUTHOR

...view details