কৃষ্ণনগর, 15 সেপ্টেম্বর : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো । যেখানে দেখা যায় নদীয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার (BJP MLA Asim Sarkar) গাড়িতে বসে কুরিচিকর মন্তব্য করছেন । এরপরেই তৃণমূলের (Trinamool Congress) আইনজীবী সেলের পক্ষ থেকে কৃষ্ণনগরে নদীয়া জেলা দায়রা আদালতে একটি মামলা করা হয় । সেই মামলায় নোটিশ পেয়ে আজ তিনি হাজির হন কৃষ্ণনগরে নদীয়া জেলা দায়রা আদালতে ।
যদিও আদালত তাঁকে ব্যক্তিগত দুই হাজার টাকার বন্ডে জামিন দিয়েছে বলে সূত্রের খবর । তবে তিনি এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন । বলেন, ‘‘আমরা তৃণমূলের নেতারদের মতো নই যে সিবিআই (CBI) অথবা ইডি (ED), আদালত ডাকলে হাসপাতালে ভর্তি হব ৷ না হলে শরীর খারাপ করবে অথবা পালিয়ে যাব । আমরা আইনের উপর বিশ্বাস রাখি ৷ তাই আজ সশরীরে হাজির হয়েছি ৷