পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষ্ণনগরে পা দিয়েই বিজেপির ঘর ভাঙালেন মুকুল - krishnanagar

রবিবার কৃষ্ণনগরের ভাতজাংলায় প্রথমে আসেন মুকুল ৷ তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানায় । কৃষ্ণনগরের একটি বেসরকারি হোটেলে মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপি থেকে নেতা-কর্মীরা তৃণমূলে যোগদান করেন ।

mukul roy
mukul roy

By

Published : Jun 27, 2021, 4:10 PM IST

কৃষ্ণনগর, 27 জুন : মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিছুদিন আগে বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায় ৷ দলে ফিরেই বিজেপিতে ভাঙন ধরানোর কাজ শুরু করলেন মুকুল ৷ শুরুটা করলেন নিজের বিধানসভা কেন্দ্র দিয়ে ৷ তৃণমূলে যোগদানের পর আজ প্রথম কৃষ্ণনগরে পা রাখেন মুকুল ৷ সঙ্গে ছিলেন পুত্র শুভ্রাংশ রায় ৷ মুকুল রায়ের উপস্থিতিতে প্রচুর বিজেপি নেতা-কর্মীরা তৃণমূলে যোগদান করেন ৷

বিধানসভা নির্বাচনে মুকুল রায়কে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে দাঁড় করিয়েছিল বিজেপি ৷ নির্বাচনে বিজেপির ভরাডুবি হলেও নিজের বিধানসভা কেন্দ্র থেকে 35 হাজার ভোটে জিতে যান মুকুল ৷ রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ছবিটা পাল্টে গিয়েছে ৷ মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের উপস্থিতিতে সপুত্র তৃণমূলে যোগ দেন মুকুল ৷ ফিরে আসেন পুরানো জায়গায় ৷ তারপরই রবিবার প্রথমবার কৃষ্ণনগরে পা রাখলেন তিনি ৷

রবিবার কৃষ্ণনগরের ভাতজাংলায় প্রথমে পৌঁছান মুকুল ৷ তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানায় । কৃষ্ণনগরের একটি বেসরকারি হোটেলে মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপি থেকে নেতা-কর্মীরা তৃণমূলে যোগদান করেন । মুকুল রায় বলেন, ‘‘অনেকদিন পর কৃষ্ণনগরে পা রাখলাম ৷ প্রচুর মানুষ তৃণমূলে ফিরে আসতে চাইছেন দেখে ভাল লাগছে ৷ আজ যাঁরা তৃণমূলে যোগদান করলেন তাঁরা প্রত্যেকেই বিজেপিতে ছিলেন ৷’’ যোগদান পর্ব শেষে তিনি বলেন, "কৃষ্ণনগর শহরটাকে আমি বহুদিন ধরে চিনি ৷ কৃষ্ণনগরের সার্বিক উন্নয়ন হোক এটাই আমি চাই ।"

আরও পড়ুন : যাওয়া-আসার পথে ...

এদিকে মুকুল রায়ের তৃণমূলে ফেরার পর থেকে তাঁর বিধায়ক পদ নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ পুরানো দলে ফিরলেও বিজেপির টিকিটে জেতা মুকুল বিধায়ক পদ ছাড়েননি ৷ এই বিষয়ে পদক্ষেপ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মুকুলের বিধায়ক পদ খারিজের জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করেছেন ৷ এই বিষয়ে মুকুল রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "উনি যা খুশি চাইতে পারেন ৷ কিন্তু সবকিছুর একটা রীতিনীতি আছে ৷ তবে ওঁকে অনুরোধ করব, উনি যেটা করতে চাইছেন সেটা নিজের বাবাকে দিয়ে শুরু করুন ৷"

ABOUT THE AUTHOR

...view details