নদিয়া, 15 জুলাই: বিজেপির জয়ী প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে দলীয় কর্মীদের নিয়ে শান্তিপুর থানার সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ৷ শুক্রবারের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়-সহ অন্য নেতারা ৷ বিজেপি কর্মীদের উপর হামলা এবং জয়ী প্রার্থীদের পুলিশি হয়রানির প্রতিবাদেই এই কর্মসূচি বিজেপির ।
রাণাঘাটের বিজেপি সংসদ জগন্নাথ সরকার বলেন, "ভোটের ফলপ্রকাশের পর থেকেই থেকেই বিজেপি কর্মীরা নিরাপত্তায় ভুগছেন। এমনকী রাতে বিজেপির জয়ী প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ-প্রশাসন। পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । আমরা এর তীব্র ধিক্কার জানাই ।" তিনি আরও জানান, তৃণমূলের হার্মাদ বাহিনীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে ৷ তা না-হলে আগামিদিনে আরও বড় আন্দোলনের নামার হুমকি দিয়ছে বিজেপি ।