কল্যাণী, 20 মে : এইমসে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ ৷ দলীয় দুই বিধায়কের বিরুদ্ধে কল্যাণীর এইমসে নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন দক্ষিণ নদিয়ার বিজেপি সংগঠনের সদস্য তথা কল্যাণীর বাসিন্দা পার্থ চট্টোপাধ্যায় (BJP leader writes letter to Amit Shah alleging nepotism in Kalyani AIIMS) ৷ যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল জেলা-সহ রাজ্য রাজনীতিতে ।
পার্থবাবুর অভিযোগ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ নিজ ক্ষমতাবলে পরিবারের সদস্যদের কল্যাণীর এইমস হাসপাতালে (Kalyani AIIMS Scam) চাকরি করিয়ে দিয়েছেন । নীলাদ্রি শেখর দানা নিজের মেয়েকে এবং বঙ্কিম ঘোষ তাঁর পুত্রবধূকে চাকরি দিয়েছেন ।
অভিযোগকারী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বহু বিজেপি কর্মীরা শাসকদলের হাতে আক্রান্ত হয়েছেন ৷ বিজেপি করার অপরাধে প্রাণ হারিয়েছেন । তাঁদের সংসার কীভাবে চলবে দলের জনপ্রতিনিধিরা সেদিকে কোনও খেয়াল রাখছেন না । শুধুমাত্র নিজেদের পরিবারের সদস্যদের চাকরি দিতেই ব্যস্ত তাঁরা ।"
আরও পড়ুন :Malda Lynching: বন্যাত্রাণে দুর্নীতি! তৃণমূল নেতাকে গণপ্রহার গ্রামবাসীদের, আক্রান্ত পুলিশও