হাঁসখালি, 1 অগাস্ট : BJP নেতাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা ও তাঁর দুই অনুগামী ৷ নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার ঘটনা ৷ ধৃত তৃণমূল নেতার নাম দীপঙ্কর বিশ্বাস (34) ৷ বাকি দুই তৃণমূল কর্মীর নাম সোনু সমাজদার (24) ও রাহুল প্রসাদ (21) ৷ দলীয় নেতাকে মারধরের প্রতিবাদে সকাল থেকে রাস্তা অবরোধ করেন BJP কর্মী সমর্থকরা ৷
গতকাল রাতে বগুলার BJP নেতা তিলক বর্মণকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ সেসময় বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন তিলকবাবু ৷ আচমকা জনা 30 দুষ্কৃতী এসে তিলকবাবুর উপর হামলা চালায় ৷ রড এবং হকি স্টিক দিয়ে মারধর করা হয় ৷ তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় ৷ যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় ৷ মারধরের পর ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷