নদিয়া, 17 এপ্রিল: নির্বাচনের ফল প্রকাশের পরেই হারের কারণ জানতে পর্যালোচনা বৈঠকে বসেছিল বিজেপি ৷ তার মধ্যেই বেশ কয়েকজন বিজেপি নেতার ইস্তফায় বিজেপির অন্দরমহলে চাপানউতোর শুরু হয়েছে ৷ তা নিয়েই মুখ খুললেন বিজেপি কিষাণ মোর্চার নেতা মহাদেব সরকার (BJP Inner Clash In krishnanagar) ৷
এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘এ বিষয়ে এখনও আমি কিছু জানতে পারিনি । যদি কোনও ক্ষোভ থেকে থাকে তাহলে দলের অভ্যন্তরে বিষয়টি রাখাই উচিত ছিল ।'' এটি মিডিয়ার সামনে তুলে ধরা উচিত হয়নি বলে জানান তিনি । পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ায় বিজেপির এতজন নেতার ইস্তফাপত্র অনেকটাই সমস্যায় ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।