বিজেপি প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, শান্তিপুরে কাঠগড়ায় তৃণমূল শান্তিপুর, 1 জুলাই: পঞ্চায়েত সমিতিতে বিজেপির টিকিটে প্রার্থী হওয়া এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার হুমকির অভিযোগ উঠেছে নদিয়ার শান্তিপুরে ৷ ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের বেলগড়িয়া-2 গ্রাম পঞ্চায়েতে ৷ হুমকি দেওয়ায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা তথা পঞ্চায়েতের প্রধান ৷ গোবিন্দ রাজবংশী নামে বিজেপির ওই প্রার্থী এই নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ তবে এই নিয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ তবে অভিযুক্ত তৃণমূল নেতা দীপক মণ্ডল জানিয়েছেন, তাঁর নামে অপপ্রচার কেন করা হচ্ছে সেই জবাব ওই বিজেপি প্রার্থীকে দিতে হবে ৷ না হলে সত্যিই তিনি ওই প্রার্থীকে তুলে আনবেন ৷
পঞ্চায়েত ভোট: আগামী 8 জুলাই পঞ্চায়েত ভোট ৷ নির্বাচনের আর ঠিক এক সপ্তাহ বাকি ৷ ফলে সমস্ত রাজনৈতিক দলই প্রচারে ব্যস্ত ৷ তার মধ্যেই বিরোধীরা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে ৷ যদিও এই অভিযোগ সেই মনোনয়ন পর্ব থেকেই উঠতে শুরু করেছে ৷ প্রচার পর্ব যত এগোচ্ছে, বিরোধীদের অভিযোগের পরিমাণ ততই বাড়ছে ৷
আরও পড়ুন:তৃণমূল যদি ভাবে রক্তের হোলি খেলব, তাহলে বিজেপিকেও নামতে হবে: সুকান্ত
বিজেপি প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার হুমকির অভিযোগ: এরই মধ্যে শান্তিপুর ব্লকের বেলগড়িয়া-2 গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সমিতিতে বিজেপির প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৷ ওই বিজেপি প্রার্থীর নাম গোবিন্দ রাজবংশী ৷ তাঁর অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধান তৃণমূলের দীপক মণ্ডল তাঁকে ফোন করেছিলেন ৷ ভোটের ময়দান থেকে সরে না দাঁড়ালে তাঁকে তুলে নিয়ে যাওয়া হবে দীপক মণ্ডল হুমকি দিয়েছে ৷
কেন হুমকি দেওয়া হল: গোবিন্দ রাজবংশীর অভিযোগ, এর আগের বিধানসভা ভোটেও বিজেপি করার অপরাধে তাঁর বাড়ি ভাঙচুর চালায় শাসক দলের দুষ্কৃতীরা । ওই এলাকায় তৃণমূলের সমর্থন দিন দিন কমে যাওয়ার কারণে তাঁকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানোর জন্য একাধিকবার শাসানি দেওয়া হয়েছিল । কিন্তু তাতেও কর্ণপাত করেননি তিনি ৷ বরং এবার পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন ৷ সেই কারণেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে ৷
তৃণমূল কী বলছে: যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, সেই দীপক মণ্ডলের পালটা দাবি, ‘‘আমি ওই এলাকায় পুনরায় পঞ্চায়েত প্রার্থী হিসেবে তৃণমূল হয়ে লড়াই করছি । কিন্তু বিজেপির সমিতির প্রার্থী গোবিন্দ রাজবংশী আমার এলাকায় এসে আমার নামে কু-প্রচার করছেন । মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আমাকে । সেই কারণেই আমি বারবার তাঁকে বলেছি আমার বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে, তার প্রমাণ দিতে । কিন্তু তিনি আমার সঙ্গে দেখা করছেন না ।’’ এরপরে তিনি হুমকির সুরে বলেন, ‘‘দেখা তাঁকে করতেই হবে ৷ প্রয়োজনের তুলে নিয়ে আসব ।’’
আরও পড়ুন:বিজেপি বিধায়কের বাড়িতে বোমাবাজি, আহত পরিবারের দুই সদস্য
পুলিশে অভিযোগ: বিজেপি নেতা গোবিন্দ রাজবংশী জানিয়েছেন, তিনি এই পরিস্থিতি ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ৷ এমনকী তিনি প্রাণহানির আশঙ্কাও করছেন ৷ তাই তিনি পুলিশের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন ৷ তবে পুলিশের তরফে কিছু জানা যায়নি ৷
অন্যদিকে এখন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে, তা রাজ্য নির্বাচন কমিশনেও জানানো যায় ৷ আবার সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অভিযোগ জানানোর ব্যবস্থা তৈরি হয়েছে ৷ গোবিন্দ রাজবংশী বা তাঁর দল বিজেপির তরফে এই দু’টি জায়গায় অভিযোগ জানানো হয়েছে কি না, তা স্পষ্ট হয়নি ৷