প্রার্থীকে হুমকি ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে পথ অবরোধ বিজেপির নদিয়া, 19 জুন: মনোনয়নপত্র বাতিল না করায় দুই বিজেপি প্রার্থীকে হুমকি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল বিজেপি । ঘটনাটি ঘটেছে গাংনাপুর থানার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের লিচুতলা এলাকায় । ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
উল্লেখ্য, শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্কুটিনি পর্ব । এবারের পঞ্চায়েত নির্বাচনে দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের নিচুতলা এলাকার বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন সান্তনা রায় এবং কৃষ্ণা সরকার । অভিযোগ, গতকাল তাঁদেরকে মনোনয়নপত্র তুলে নেওয়ার হুমকি দিতে থাকেন দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান তথা তৃণমূল অঞ্চল সভাপতি সুবীর ধর এবং তাঁর অনুগামীরা ।
তাঁরা মনোনয়ন না তোলায় ওই রাতেই দুই প্রার্থীর বাড়িতে তাণ্ডব চলে বলে অভিযোগ । বাড়ি ভাঙচুর থেকে শুরু করে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ । এই ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা । হামলার পর 24 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতী গ্রেফতার না-হওয়াতেই এই প্রতিবাদ বিক্ষোভ ।
এ দিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা নদিয়া দক্ষিণ বিজেপি জেলা সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় । তিনি বলেন, "গতকাল রাতে বিজেপি প্রার্থীদের বাড়ি ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এ বিষয়ে কালই চাকদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলা হয়েছিল । তিনি ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছিলেন । কিন্তু 24 ঘণ্টা অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতী ধরা পড়েনি । সেই কারণেই আমাদের এই পথ অবরোধ । এই প্রতিবাদ কর্মসূচি শুধুমাত্র এখানেই থেমে থাকবে না ৷ প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ না করলে রানাঘাট দক্ষিণের প্রতিটি থানা স্তব্ধ করে দেব আমরা।"
আরও পড়ুন:নির্দল প্রার্থীর হাত কেটে নেওয়ার হুমকি তৃণমূল নেতার
যদিও অভিযোগ অস্বীকার করেছেন দেবগ্রাম তৃণমূলের অঞ্চল সভাপতি তথা বিদায় উপপ্রধান সুবীর ধর । তিনি বলেন, "আমি অসুস্থ হয়ে দীর্ঘদিন বাড়িতেই বসে রয়েছি ৷ প্রশাসন সেটা জানে । বিজেপি যে অভিযোগ তুলেছে পুরোটাই ভিত্তিহীন । এ বছর সুস্থভাবেই বিজেপি এবং সিপিএম মনোনয়নপত্র জমা দিতে পেরেছে ।"