পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্নীতির অভিযোগে শান্তিপুরে BDO অফিস ঘেরাও BJP-র - গীতাঞ্জলি আবাস যোজনা

BJP-র অভিযোগ, আর্থিক সাহায্যের টাকা প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায়নি । সেই টাকা আত্মসাৎ করেছে শাসকদলের নেতা-কর্মীরাই । এর পাশাপাশি গীতাঞ্জলি আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনার সাহায্যের ক্ষেত্রে রাজনৈতিক রং দেখে বিচার করা হচ্ছে ৷

BJP
BJP

By

Published : Oct 5, 2020, 3:53 PM IST

শান্তিপুর, 5 অক্টোবর : তৃণমূল কংগ্রেস পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতি দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে । আমফানে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করতে কেন্দ্রীয় সরকার যে 10 কোটি টাকা রাজ্যেকে দিয়েছিল সেটা সম্পূর্ণ তছনছ করেছে শাসকদল । এই অভিযোগে আজ সকালে শান্তিপুরে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল BJP ৷

BJP-র অভিযোগ, আর্থিক সাহায্যের টাকা প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায়নি । সেই টাকা আত্মসাৎ করেছে শাসক দলের নেতা-কর্মীরাই । এর পাশাপাশি গীতাঞ্জলি আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনার সাহায্যের ক্ষেত্রে রাজনৈতিক রং দেখে বিচার করা হচ্ছে ৷ BJP কর্মীদের ওই যোজনার টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ ৷ তাদের অভিযোগ, একাধিক যোজনার টাকা শুধুমাত্র তৃণমূল কর্মী-সমর্থকদের দেওয়া হচ্ছে ৷

আজ সকালে এই সব অভিযোগ তুলে শান্তিপুর BDO অফিস ঘেরাও করেন BJP-কর্মীরা ৷ সেই সঙ্গে অবিলম্বে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তাঁরা ৷ আজ শান্তিপুরের BDO সুমন দেবনাথের কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় । দাবি মানা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন সেখানকার BJP নেতা বিপ্লব কর ৷

ABOUT THE AUTHOR

...view details