পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গেছিলেন প্রশিক্ষণ দিতে, কিন্তু ঘরে ফেরা হল না নদিয়ার বিশ্বরূপের - Biswarup of Nadia died while trekking in Himachal Pradesh's Chandranath hill

হিমাচল প্রদেশের চন্দ্রভাগা পর্বতে প্রশিক্ষণ দিতে গিয়ে মৃত্যু হল নদিয়ার বিশ্বরূপ সাহার ৷

বিশ্বরূপ সাহা

By

Published : Sep 23, 2019, 5:33 PM IST

কৃষ্ণনগর, 23 সেপ্টেম্বর : দুর্গম পথ । আকাবাঁকা রাস্তা, আগাছায় ভরা পথের মাঝেই খুঁজে পাওয়া পাহাড়ের সৌন্দর্য্য । মিষ্টি হাওয়া আর মুক্ত পরিবেশের প্রেমে কে না পড়ে । ছোটোবেলা থেকে এই টানেই বারবার পাহাড়ে ছুটে যেতেন বিশ্বরূপ সাহা (37) । নদিয়ার চাপড়া থানার শ্রীনগরে বাড়ি । শৃঙ্গ জয় নেশা না হলেও পাহাড়ে চড়া তাঁর নেশা ছিল বটে । নিজের শখ পূরণের পাশাপাশি প্রশিক্ষণ দিতেন অনেককে । যুক্ত ছিলেন কৃষ্ণনগর নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে । যার হয়ে ট্রেনিং দিতে গিয়ে হিমাচল প্রদেশে মৃত্যু হয় তাঁর । ময়নাতদন্তের পর আজ দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে ।

ছোটো থেকেই পাহাড়ে চড়ার শখ । ভালো থাকা, খারাপ থাকা সবই সেই সৌন্দর্যের কাছে হার মানে । এমন শখ, ভালোলাগা, ভালোবাসার কারণেই পাহাড়ে ওঠা । 10 সেপ্টেম্বর এভাবেই কৃষ্ণনগর নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশনের তরফে হিমাচল প্রদেশের চন্দ্রভাগা পর্বতে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন । মোট 26 জনের দলে 13 জন করে এক একটি টিম । যার মধ্যে প্রশিক্ষণ টিমের দায়িত্বে ছিলেন তিনি । ওই টিমের সঙ্গেই চন্দ্রভাগা 13 পর্বতের উপরে ট্রেকিং শুরু করেন । 18 সেপ্টেম্বর 14 হাজার ফুট ওঠার পরই প্রথমে পায়ে চোট ও তারপর শ্বাসকষ্ট শুরু হয় বলে সহকর্মীদের জানান । তাঁকে চিকিৎসার জন্য নিচে নামানো হয় । নিচে নামার সময় আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি । এরপরই 19 সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয় ।

তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত কৃষ্ণনগর নেচার এন্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশনের কর্মী ও সদস্যরা । অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কার্তিক সিকদার বলেন, "এটা শুধুমাত্র দুর্ঘটনা । প্রাথমিকভাবে মনে হয়েছিল হয়ত হৃদরোগে আক্রান্ত হয়ে ওঁর মৃত্যু হয়েছে ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details