নদিয়া, 5 এপ্রিল: দশ চাকার লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর জখম হয়েছেন আরও 6 জন। সোমবার সকালে ঘটনা ঘটেছে নদিয়ার নবদ্বীপে ৷ দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় । ক্ষুব্দ বাসিন্দারা প্রায় আড়াই ঘণ্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করেন । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী ।
পথ দুর্ঘটনায় মৃত বাইক আরোহী, জখম 6, উত্তপ্ত নবদ্বীপ - নদিয়ায় পথদুর্ঘটনায় মৃত এক
সোমবার নদিয়ার নবদ্বীপে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর ৷ আহত হয়েছেন আরও 6 জন ৷ জখমরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
পুলিশ জানায়, মৃত বাইক আরোহীর নাম তপনকুমার মোদক (60) ৷ বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার কালীতলা সমুদ্রগড় এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ । বনগাঁর শিমুলতলার বাসিন্দা অভিযুক্ত লরি চালক রতন মণ্ডল-সহ ঘাতক লরিটিকে আটক করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, লোহা বোঝাই করতে লরিটি এদিন বনগাঁ থেকে ঝাড়খণ্ড যাচ্ছিল ৷
এদিন সকাল 7.30 নাগাদ নবদ্বীপে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরাসডাঙা এলাকায় কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে । স্থানীয়রা জানান, কৃষ্ণনগরের দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা লরিটি গৌরাঙ্গ সেতু সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহী-সহ একটি চারচাকা গাড়ি ও সব্জিবাহী দু'টি ট্রলিভ্যানকে ধাক্কা মারে ৷ ঘটনায় মৃত্যু হয় বাইক আরোহীর ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রীকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনায় আহত হয়েছেন এক সব্জি বিক্রেতা-সহ আরও পাঁচজন ৷ তাঁরাও বর্তমানে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকৎসাধীন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। অভিযুক্ত লরি চালকের উপযুক্ত শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ প্রায় দু'ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।