পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ির সামনে হাঁটুজল, সাপ ঢুকছে ঘরে

জলমগ্ন নদিয়ার ভীমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ৷ জমা জল ঢুকে পড়ছে ঘরে ৷ বেহাল নিকাশি ব্যবস্থা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার জানিয়েও পঞ্চায়েত থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

bhimpur gram panchayat area
জলমগ্ন নদিয়ার ভীমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা

By

Published : Jun 20, 2020, 5:52 AM IST

কৃষ্ণনগর, 19 জুন : বাড়ির সামনে এক হাঁটু জল ৷ বাড়ি লাগোয়া তুলসি মণ্ডপ জলে ঢুবু ৷ হাঁটুর উপর কাপড় তুলে জমা জলে পা ডুবিয়ে প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে ৷ জমা জলে বংশবৃদ্ধি হচ্ছে মশার ৷ জল জমে থাকায় ঘরে ঢুকে পড়ছে সাপও ৷ দীর্ঘদিন ধরে জলমগ্ন এলাকার রাস্তাঘাট ৷ সমস্যায় বাসিন্দারা। অভিযোগ এত কিছুর পরেও হুঁশ নেই প্রশাসনের ৷ নদিয়ার ভীমপুর থানার ভীমপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জল জমে থাকার কারণে বাজার-হাট করতে সমস্যা হচ্ছে। বাড়ির বাইরে বের হওয়া যাচ্ছে না। রাত হলেই বাড়িতে ঢুকে পড়ছে সাপ। সেই সঙ্গে মশার আক্রমণ অনেকটাই বেড়েছে। কোরোনা সংক্রমণ আবহে ডেঙ্গি সংক্রমণের আতঙ্কে দিন কাটাচ্ছে এই ভীমপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা । তারা জানিয়েছে, এলাকার নিকাশি নালাগুলোয় নোংরা জমে রয়েছে ৷ এর ফলে জল বের হচ্ছে না। পঞ্চায়েত অফিসে একাধিকবার জানানোর পরও কাজ হয়নি বলে অভিযোগ ।

যদিও BJP পরিচালিত ভীমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েত্রী বিশ্বাস বলেন, "আমাদের কাছে অভিযোগ এসেছে ৷ অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। তবে এটা তো আর একদিনের কাজ নয় ৷ বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেলে রাতারাতি জল দূর করা সম্ভব নয়।" জল জমার সমস্যা দূর করতে নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে হবে। তিনি বলেন, " আমরা যখন পঞ্চায়েত অফিস দখল নিয়েছি তখন থেকে আমরা উন্নয়ন শুরু করেছি। যখন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ছিল তারা কোনও উন্নয়নের কাজ করেনি।"

ABOUT THE AUTHOR

...view details