শান্তিপুর, 6 জুন : কর্মহীন হয়ে আর্থিক দুশ্চিন্তায় আত্মঘাতী তাঁত শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগিতা ভারতীয় মজদুর সংঘের ।
লকডাউনে আর্থিক অনটনের কারণে মানসিক অবসাদে তাঁতঘরের ভিতরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন এক তাঁত শ্রমিক । ঘটনাটি ঘটে 2 জুন শান্তিপুর সুত্রাগড় দক্ষিণপাড়া ভদ্রকালীতলা এলাকায় ।
আত্মঘাতী তাঁতশিল্পীকে সাহায্য ভারতীয় মজদুর সংঘের আরও পড়ুন : জামালপুরে বাজ পড়ে মৃত 4
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা বিশ্বনাথ ঘোষ পেশায় তাঁত শ্রমিকের কাজ করতেন । নিজের বাড়িতে দুটি যন্ত্রচালিত তাঁত চালাতেন, দীর্ঘ লকডাউনের মধ্যে তাঁতের শাড়ি বিক্রি না থাকায় বন্ধ হয়ে যায় তাঁত দুটি । এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ওই যন্ত্রচালিত তাঁত দুটি চালিয়ে কোনওরকমে সংসার চালাতেন । ফের কার্যত লকডাউন শুরু হওয়ায় আর্থিক সংকটে পড়ে বিশ্বনাথের পরিবার ৷ রোজগার না থাকায় বাড়ির ছেলে মেয়েদের কীভাবে অন্ন জোগাবেন, এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ।
আজ সেই স্বজনহারানো পরিবারের পাশে দাঁড়াল ভারতীয় মজদুর সংঘ । তাঁর পারলৌকিক ক্রিয়ার জন্য সাহায্য করে পরিবারকে । সামান্য কিছু আর্থিক সহযোগিতাও করা হয় । এ ব্যাপারে সংগঠনের নদিয়া জেলার সাধারণ সম্পাদক জ্ঞানমোহন বসাক বলেন, "এ ক্ষতি অপূরণীয় ! এ সময় অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র ।"