শান্তিপুর, 12 মে: রাত পোহালেই ভবা পাগলার বিখ্যাত মেলা। 2016 সালের 14 মে ভয়ঙ্কর স্মৃতি সঙ্গে নিয়েই নতুন করে সেজে উঠতে শুরু করেছে শান্তিপুরের কালনা ঘাট । আঁটোসাঁটো নিরাপত্তার পরিবেষ্টনে শুরু হতে চলেছে এই মেলা। শুক্রবার ব্যবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রানাঘাট পুলিশ জেলা সুপার ডক্টর কে কান্নান।
2016 সালের 14 মে রাতে ঘটে গিয়েছিল ভয়াবহ দুর্ঘটনা। কালনা থেকে শান্তিপুরের নৌকা ছাড়ার সময়ে কালনা ঘাটের কাছেই সেটি উলটে যায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় 50 জন। সেই দুর্ঘটনার স্মৃতিকে সঙ্গে নিয়েই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নদিয়ার শান্তিপুর থানার কালনাঘাট। এদিন ঘটনাস্থল পরিদর্শন করলেন রানাঘাট পুলিশ জেলা সুপার ডক্টর কে কান্নান। আগামী দিনে যেন কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই সদা তৎপর প্রশাসন। নদীয়া জেলা প্রশাসন এবং বর্ধমান প্রশাসনের যৌথ উদ্যোগে গঙ্গার দুই ঘাটেই জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। পূর্ব বর্ধমানের কালনায় গঙ্গার ঘাট লাগোয়া ভবা পাগলার মন্দিরে ঐতিহ্যবাহী মেলা শুরু হচ্ছে শনিবার থেকেই।
আরও পড়ুন: তামিলনাড়ুতে পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু, 26 জন আহত
মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জমায়েত হয়। নদিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভবা পাগলার মেলার উদ্দেশ্যে রওনা দেন। এখানে যাতায়াতের ভরসা একমাত্র কালনা ফেরিঘাট। গত 2016 সালে ভবা পাগলা মেলার প্রথম দিনে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে। প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ চালিয়ে প্রায় 40 জনের দেহ উদ্ধার করতে সক্ষম হয় । দুর্ঘটনার পরেই স্থানীয়রা প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। এমনকি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে । এমনকি, দুর্ঘটনা ঘটার পর যে সমস্ত জরুরি পরিষেবা থাকা প্রয়োজন, তাও ছিল না বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা । এবার সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই সতর্ক জেলা প্রশাসন।
কোনওরকম দুর্ঘটনা আর যাতে না ঘটে, সেই কারণেই আগাম একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রানাঘাট জেলা পুলিশ সুপার ডক্টর কে কান্নান বলেন, "গঙ্গার দুই ফেরি ঘাটেই থাকবে সিসিটিভি ক্যামেরা। ভক্তদের ভিড় সামলানোর জন্য একাধিক ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যাতে অ্যাড ভেসেলে অতিরিক্ত যাত্রী না উঠতে পারেন তার জন্য থাকবে পুলিশ মোতায়েন। অন্যদিকে ভবা পাগলা মেলার কারণে অতিরিক্ত একটি ভেসেলের ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে।"