পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা আক্রান্ত রাজ্যের বিদায়ী কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস - covid 19

করোনা আক্রান্ত হলেন রাজ্যের বিদায়ী কারামন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার প্রার্থী উজ্জ্বল বিশ্বাস ৷ নিজেই ফেসবুকে আক্রান্ত হওয়ার খবর পোস্ট করেন তিনি ৷

করোনা আক্রান্ত রাজ্যের বিদায়ী কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
করোনা আক্রান্ত রাজ্যের বিদায়ী কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

By

Published : Apr 18, 2021, 3:14 PM IST

কৃষ্ণনগর , 18 এপ্রিল : করোনা পজিটিভ রাজ্যের বিদায়ী কারামন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস । এই কারণেই আজকে মুখ্যমন্ত্রীর জনসভায় উপস্থিত ছিলেন না তিনি । বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন । করোনা আক্রান্তের পর মন্ত্রী নিজেই ফেসবুকে আপলোড করেছেন এই খবর । করোনা আক্রান্ত হওয়ার আগে রোড শোয়ের পাশাপাশি উজ্জ্বল বিশ্বাস একাধিক জনসভা করেছেন ।

আরও পড়ুন :মধ্যপ্রদেশে অক্সিজেনের অভাবে প্রাণ গেল 12 জন কোভিড রোগীর

আজ তাঁরই সমর্থনে নদিয়ার ধুবুলিয়ায় মুখ্যমন্ত্রীর জনসভা ছিল । তার আগেই তিনি করোনা পরীক্ষা করান। সেখানেই তাঁর রিপোর্টে পজিটিভ ধরা পড়ে। সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রীর জনসভায় উপস্থিত হননি। মুখ্যমন্ত্রী নিজেও জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উজ্জ্বল বিশ্বাসের করোনা পজিটিভের কথা বলেছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন বিদায়ী মন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details