কৃষ্ণনগর, 19 মার্চ : রাজনীতিতে সদ্য পা দিয়েই কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় শুক্রবার দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন । কৃষ্ণনগরের তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয় , মুকুল রায় কোনোদিন কোনো নির্বাচনে জয়লাভ করেননি, তাই আমরা কোনোভাবেই তাঁকে হেভিওয়েট প্রার্থী হিসেবে মানছি না । সেই বৈঠকেই তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মুকুল রায়কে কটাক্ষ করেন তিনি ।
আরও পড়ুন : তারকা সাংসদ দেব প্রচারে নামতেই খেলা হবে স্লোগানে ভরে উঠল জঙ্গলমহলের জনসভা
মুকুল রায় প্রসঙ্গে কৌশানী বলেন , " লড়াই হবে টক্করে টক্করে । আমি তাঁকে হেভিওয়েট প্রার্থী হিসেবে মানি না । আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী একসঙ্গে 294 টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন কিন্তু বিরোধীদের ক্ষেত্রে প্রার্থী সংখ্যা এতই কম যে তারা সাংসদদের বিধায়কের আসনে দাঁড় করাচ্ছে ।"
সাংবাদিক বৈঠক থেকে মুকুল রায়কে কটাক্ষ করলেন কৌশানি তিনি আরও বলেন , বিজেপির হাতে কোনও প্রার্থী নেই, তাই তারা ভাগ করে প্রার্থীর নাম ঘোষণা করছে । বাংলার মানুষ বহিরাগতদের বিতাড়িত করবে । পশ্চিমবঙ্গ জুড়ে যে উন্নয়নের জোয়ার চলছে তার ফলস্বরূপ এই নির্বাচনে মানুষ পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই নির্বাচিত করবেন এবং তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।