রানাঘাট, 4 এপ্রিল : প্রচারে বেরিয়ে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী ও তাঁর দলবল ৷ তৃতীয় দফার নির্বাচনের আগে এমনই বিতর্কিত ভিডিয়ো টুইট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী ও তাঁর সঙ্গীরা এক গৃহবধূর হাতে টাকা তুলে দিচ্ছেন ৷ ভিডিয়ো টুইট করে বিজেপিকে একহাত নিয়েছেন তিনি ৷
ওই ভিডিয়ো টুইট করে তৃণমূল সাংসদ লেখেন, "ভিডিয়োটি আমাকে অবাক করেছে ৷ রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী ও তাঁর দলবল ঘরে ঘরে টাকা বিলি করছেন ৷" তাঁর প্রশ্ন, এটাই কী ঘর ঘর মোদির আসল অর্থ ? টুইটে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গে চিফ ইলেকটোরাল অফিসারকে ট্যাগ করে বিষয়টির তদন্ত করার অনুরোধ করেছেন মহুয়া ৷ পাশাপাশি বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন ৷