পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা ছড়াচ্ছেন রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী ? মহুয়ার টুইটে বিতর্ক - মহুয়া মৈত্র

যে ভিডিয়োটি মহুয়া মৈত্র শেয়ার করছেন, তাতে দেখা যাচ্ছে মহিলার হাতে কিছু টাকা ৷ আর মহিলাকে বিভিন্নভাবে আশ্বস্ত করার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা ৷

West Bengal Assembly Election 2021
ছবি

By

Published : Apr 5, 2021, 4:15 PM IST

রানাঘাট, 5 এপ্রিল : ভোটের আগে ফের একবার বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলল তৃণমূল ৷ এবার নিশানায় রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী ৷ এই সংক্রান্ত একটি ভিডিয়োও টুইটারে শেয়ার করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী এবং তাঁর দলের কর্মী ও সমর্থকরা এলাকার এক বাসিন্দার বাড়িতে গিয়েছেন ৷ বাড়ির এক মহিলার সঙ্গে কথা বলছেন বিজেপি প্রার্থী ও কর্মীরা ৷ ভিড়ের মধ্যে থেকে একজনকে বলতে শোনা যাচ্ছে, "স্যার যখন বলেছেন, আপনার চিন্তা নেই ৷" মহিলার হাতে কিছু টাকাও দেখা যাচ্ছে ভিডিয়োটিতে ৷ আর মহিলাকে বিভিন্নভাবে আশ্বস্ত করার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা ৷

আরও পড়ুন : কেন্দ্রীয় বাহিনী টাকা ছড়াচ্ছে, নন্দীগ্রাম থেকে অভিযোগ মমতার

আরও পড়ুন : নির্বাচনের আগে কসবায় টাকা বিলি ? ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োটি টুইটারে শেয়ার করে মহুয়া মৈত্র লিখেছেন, "রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী ও তাঁর অনুগামীরা বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলোচ্ছেন ৷"

প্রশ্ন তুলেছেন, "এটাই কি ঘর ঘর মোদির প্রকৃত অর্থ ?" বিষয়টি নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকেরও নজরে এনেছেন তৃণমূল সাংসদ ৷ বিষয়টি যেন খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সেই আবেদনও করেছেন মহুয়া ৷

ABOUT THE AUTHOR

...view details