কৃষ্ণনগর, 26 মার্চ: আমাদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে চলেছি আমরা ৷ মনোনয়ন জমা দিয়ে একথা বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস ।
শুক্রবার কৃষ্ণনগর জেলা প্রশাসনের দফতরে এসে মনোনয়নপত্র জমা দেন উজ্জ্বল বিশ্বাস । রীতিমতো সবুজ আবির মেখে ব্যান্ড বাজিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল করে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী । উল্লেখযোগ্যভাবে এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় উজ্জ্বলের সঙ্গে ছিলেন মুকুল রায়ের ভগ্নিপতি সাজা ৷ যিনি বেশ কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তবে, বিজেপির হেভিওয়েট প্রার্থী মুকুল রায় কৃষ্ণনগর উত্তরে আসনে দাঁড়িয়েছেন ৷ তিনিও আজ মনোনয়ন জমা দেন ৷