পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিপুরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার বিজেপি কর্মী, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী - assembly election 2021

রাজার মা জানিয়েছেন, আজ সকালে একটি পরিত্য়ক্ত জায়গায় হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছিল রাজা দেবনাথকে ৷ ঘটনায় সঙ্গে তাঁর কয়েকজন বন্ধু জড়িত বলে জানা গেছে ৷ তারা সকলেই তৃণমূল সমর্থক ৷

shantipur
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি কর্মীকে

By

Published : Apr 17, 2021, 7:03 PM IST

রাণাঘাট, 17 এপ্রিল : বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ ঘটনাটি নদীয়ার শান্তিপুরের 175 নম্বর বুথে ৷ আহত ওই বিজেপি কর্মীর নাম রাজা দেবনাথ ৷ অন্য়দিকে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য় করে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷

রাজার মা জানিয়েছেন, আজ সকালে একটি পরিত্য়ক্ত জায়গায় হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছিল রাজা দেবনাথকে ৷ ঘটনায় সঙ্গে তাঁর কয়েকজন বন্ধু জড়িত বলে জানা গেছে ৷ তারা সকলেই তৃণমূল সমর্থক ৷

এদিকে রাজা এখন বিজেপি করলেও আগে তিনিও তৃণমূল কর্মী ছিলেন ৷ তবে বেশ কিছু বিষয় নিয়ে মতানৈক্য় শুরু হওয়ায় তিনি এখন বিজেপি করছেন বলে জানা গেছে ৷ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সকাল থেকেই বোমাবাজি শুরু হয় এলাকায় ৷ ওই ঘটনার কিছুক্ষণ পরেই হাত পা বাঁধা অবস্থায় রাজাকে উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন- বর্ধমানের নীলপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, এলাকায় মোতায়েন বাহিনী

বিজেপির তরফেও একই অভিযোগ করা হয়েছে ৷ তাদের তরফে বলা হয়েছে,সকাল থেকে তৃণমূল কর্মীরা বোমাবাজি শুরু করে ৷ এলাকায় ব্য়াপক সন্ত্রাস চালাচ্ছে তারা ৷

অন্য়দিকে ওই বুথ থেকে ভোট দিয়ে ফিরছিলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী ৷ অভিযোগ, তাঁকে লক্ষ্য় করে গুলি চালায় একদল দুষ্কৃতী ৷ তৃণমূলের অভিযোগ, ওই দুষ্কৃতী দলটি বিজেপি আশ্রিত ৷ তাঁর ডানহাতে গুলি লাগে ৷ শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর স্টেট জেনারেল হাসপাতালে।

ABOUT THE AUTHOR

...view details