পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিপুরে বিজেপির পতাকা-ব্যানার ছেঁড়ায় অশান্তি, অভিযুক্ত তৃণমূল - শান্তিপুর

ইতিমধ্যে শান্তিপুর থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

TMC accused of tearing flag and banner of BJP in Shantipur
TMC accused of tearing flag and banner of BJP in Shantipur

By

Published : Apr 7, 2021, 10:39 AM IST

শান্তিপুর, 7 এপ্রিল : বিজেপির পতাকা, ব্যানার ছিঁড়ে ফেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । ঘটনা শান্তিপুর থানার বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিয়ালদহ বাজার এলাকার ।

গতরাতে বিজেপির পতাকা এবং একাধিক ব্যানার ছিঁড়ে ফেলা হয় । পরে ওই পতাকা পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । সকালে বিজেপি কর্মী-সমর্থকদের নজরে আসতেই এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয় । ঘটনাস্থানে ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকরা । তাঁদের দাবি, তৃণমূল এই কাজ করেছে ৷ এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এই ধরনের কাজ করা হয়েছে । ইতিমধ্যে শান্তিপুর থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় বিজেপি নেতা সমর সর্দার বলেন, "জগন্নাথ সর্দার আমাদের শান্তিপুর বিধানসভার প্রার্থী ৷ মানুষ তাঁকে সমর্থন করছে ৷ এবার ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে ৷ সেই ভয়ে তৃণমূলের হার্মাদ বাহিনী আমাদের দলীয় পতাকা, ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে ৷"

আরও পড়ুন: তৃণমূলের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে অবরোধ বিজেপির

শান্তিপুর ব্লকের তৃণমূল সহ-সভাপতি সুব্রত সরকার বলেন, "বিজেপির প্রার্থী ঘোষণার পরেই গোষ্ঠী কোন্দল শুরু হয় । গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে । তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত করে অভিযোগ আনছে বিজেপি । তৃণমূল নোংরা রাজনীতি করে না ।"

ABOUT THE AUTHOR

...view details