শান্তিপুর, 7 এপ্রিল : বিজেপির পতাকা, ব্যানার ছিঁড়ে ফেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । ঘটনা শান্তিপুর থানার বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিয়ালদহ বাজার এলাকার ।
গতরাতে বিজেপির পতাকা এবং একাধিক ব্যানার ছিঁড়ে ফেলা হয় । পরে ওই পতাকা পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । সকালে বিজেপি কর্মী-সমর্থকদের নজরে আসতেই এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয় । ঘটনাস্থানে ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকরা । তাঁদের দাবি, তৃণমূল এই কাজ করেছে ৷ এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এই ধরনের কাজ করা হয়েছে । ইতিমধ্যে শান্তিপুর থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।