পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতে নবদ্বীপে বিজেপি কর্মীদের মার, কার্যালয় ভাঙচুর; অভিযুক্ত তৃণমূল - BJP

অভিযোগ, কর্মীদের মারধরের পাশাপাশি বিজেপির যুব মোর্চার কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

tmc-accused-of-beating-bjp-workers-and-vandalizing-bjp-party-office
tmc-accused-of-beating-bjp-workers-and-vandalizing-bjp-party-office

By

Published : Apr 22, 2021, 7:48 AM IST

Updated : Apr 22, 2021, 8:45 AM IST

নবদ্বীপ. 22 এপ্রিল: গভীর রাতে বিজেপির যব কর্মীদের মার, যুব মোর্চার কার্যালয়ে ভাঙচুর ৷ নদিয়া জেলার নবদ্বীপের ঘটনা ৷ অভিযুক্ত তৃণমূল ৷

তৃণমূল-বিজেপি উত্তেজনা নবদ্বীপে ৷

আজ ষষ্ঠ দফার ভোগগ্রহণ ৷ ভোট রয়েছে নদিয়ার জেলার নবদ্বীপ বিধানসভাতেও ৷ এর মধ্যে গতকাল গভীর রাতে নবদ্বীপে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল ৷ বিজেপির আরও অভিযোগ, কর্মীদের মারধরের পাশাপাশি বিজেপির যুব মোর্চার কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ঘটনার জেরে গোটা রাতভর উত্তপ্ত হয়ে ওঠে নবদ্বীপ । পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ।

আজ রাজ্যের চার জেলায় ভোটগ্রহণ ৷ আসন সংখ্যা 43 ৷ 306 জন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ হবে ৷

Last Updated : Apr 22, 2021, 8:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details