শান্তিপুর, 25 মার্চ : নির্বাচনের আগে দুই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে উত্তপ্ত নদিয়ার শান্তিপুর ৷ বিজেপির দাবি মৃত দুই যুবক তাঁদের দলের কর্মী ৷ তৃণমূলের দূষ্কৃতীরা তাঁদের খুন করেছে ৷ অন্যদিকে নিজেদের দিকে আসা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷
দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি সমর্থকরা ৷ গতকাল 12 ঘণ্টার শান্তিপুর বনধেরও ডাক দিয়েছে বিজেপি ৷ যদিও তৃণমূলের অভিযোগ নির্বাচনে ফায়দা তুলতে খুনের ঘটনায় অযথা রাজনৈতিক রঙ লাগাচ্ছে ভারতীয় জনতা পার্টি ৷
আজ সকালে নদিয়ার শান্তিপুর থানার মেথির দাঙ্গা এলাকায় একটি কলাবাগানের একই জায়গা থেকে দুই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থানে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় ।
দুই যুবদের মৃতদেহ উদ্ধার, উত্তপ্ত নদিয়ার শান্তিপুর এরপরেই থানায় উপস্থিত হয় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার । তিনি দাবি করেন ওই দুই যুবক তাঁদের সক্রিয় কর্মী। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাঁদের খুন করেছে। এর পরেই সরগরম হয়ে ওঠে গোটা এলাকা । এর মধ্যে থানায় গিয়ে এক তৃণমূল কর্মী দাবি করেন, ওই দুই যুুবক কোনও রাজনৈতিক দলের কর্মী ছিলেন না ৷
এরপর থানার মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের কর্মীরা । তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ পরে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং আগামীকাল 12 ঘণ্টা শান্তিপুর বনধের ডাকও দেওয়া হয় ৷