নদিয়া, 29 এপ্রিল : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তেহট্টের বিদায়ি বিধায়ক গৌরীশংকর দত্তের । বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ এরপর গতকাল রাতে ওই হাসপাাতালে তাঁর মৃত্যু হয় ৷
বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৷ সোয়াবের নমুনা পরীক্ষা করলে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ করোনায় আক্রান্ত হওয়ার পরই তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৷ কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ এরপর গতকাল রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷