পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলার মানুষকে মমতার সরকার কী দিয়েছে, প্রশ্ন তুললেন মোদি - Modi at Krishnanagar

নদিয়ার কৃষ্ণনগরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সভা থেকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

বাংলার মানুষকে মমতার সরকার কী দিয়েছে, প্রশ্ন তুললেন মোদি
বাংলার মানুষকে মমতার সরকার কী দিয়েছে, প্রশ্ন তুললেন মোদি

By

Published : Apr 10, 2021, 6:42 PM IST

কৃষ্ণনগর, 10 এপ্রিল : বঙ্গ-ভোটের নির্বাচনী প্রচারে এসে ফের একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে তিনি প্রশ্ন তুললেন, ‘‘বাংলার মানুষকে দিদি (মমতা)-র সরকার কী দিয়েছে ?’’

বিজেপির এই নেতার কথায়, বাংলার মানুষ, বাংলার যুবসমাজের আস্থা-ভরসা নষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংখ্যালঘুদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছেন ৷ কিন্তু বদলে কাউকে কিছু দেননি বলে অভিযোগ করেন নরেন্দ্র মোদি ৷

তাই তাঁর দাবি, ইদানীং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে রাগ দেখা যাচ্ছে, তা শুধু বিজেপি বা মোদির বিরুদ্ধে নয় ৷ যে সমস্ত মানুষের ভরসা মমতা ভেঙে দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও এখন রাগ দেখাচ্ছেন তৃণমূল নেত্রী ৷

একই সঙ্গে মোদির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এখন নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, ইভিএমকে গালিগালাজ করছেন ৷ নিজের দলের পোলিং এজেন্টদেরও গালিগালাজ করছেন ৷ তফশিলিদের গালিগালাজ করছেন ৷

আরও পড়ুন :টি-টুরিজ়ম-টিম্বার, উত্তরবঙ্গে ট্রিপল 'টি'-এর স্বপ্ন ফেরি মোদির

পাশাপাশি তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস হিংসার চেষ্টা করছে ৷ তাই বাংলার মানুষ মমতার থেকে সংবেদনশীলতা আশা করা যাচ্ছে না ৷

ABOUT THE AUTHOR

...view details