পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুজরাতি ভাষা ভালোবাসি, কিন্তু গুজরাতিরা বাংলা দখল করুক এটা চাই না : মমতা - west bengal assembly election

শীতলকুচির ঘটনায় 4 নয়, 8 জনকে গুলি করা উচিৎ ছিল এমনটাই মন্তব্য বিজেপি নেতৃত্বের ৷ এপ্রসঙ্গে রানাঘাটের সভা থেকে মমতা বিজেপির নেতাদের ধোঁকাবাজ-রক্তবাজ-হিংসাবাজ-দানবিক-অমানবিক বলে আক্রমণ করেন ৷

গুজরাতি ভাষা ভালোবাসি, কিন্তু গুজরাতিরা বাংলা দখল করুক এটা চাই না : মমতা
গুজরাতি ভাষা ভালোবাসি, কিন্তু গুজরাতিরা বাংলা দখল করুক এটা চাই না : মমতা

By

Published : Apr 12, 2021, 3:47 PM IST

রানাঘাট, 12 এপ্রিল : গুজরাতি ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার রানাঘাটের সভা থেকে তৃণমূল সুপ্রিমোকে বলতে শোনা যায়, "গুজরাতি ভাষা ভালোবাসি ৷ কিন্তু গুজরাতিরা বাংলা দখল করুক এটা চাই না ৷" এর পাশাপাশি জনসভায় শীতলকুচির ঘটনার শোক প্রকাশ করেন তিনি ৷ শীতলকুচির ঘটনায় বিজেপি নেতৃত্বের মন্তব্যের তীব্র নিন্দা করেন তিনি ৷

চতুর্থ দফার ভোটে বলি 5 ৷ তাদের মধ্যে একজন ছিল প্রথম ভোটার ৷ শীতলকুচির ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেছেন মমতা ৷ তিনি বলেন, ’’বিজেপি নেতারা এসপির সঙ্গে বসে পরিকল্পনা করেছিলেন ৷ গোটা ঘটনা পরিকল্পনা করেছেন অমিত শাহ ৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে এই রকম পরিকল্পনা করতে পারলেন ? ’’ মোদির সমালোচনা করে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর মুখে এটা শোভা পায় না ৷ ঘটনায় প্রধানমন্ত্রী ক্লিনচিট দিচ্ছেন ৷’’ তাঁর আশ্বাস, ঘটনার পূর্ণ তদন্ত করা হবেই ৷

আরও পড়ুন : 'আরও শীতলকুচি হবে' মন্তব্যের জন্য দিলীপকে ব্যান করার দাবি মহুয়ার

বিজেপি নেতা-নেত্রীরা নিজেদের গাড়ি নিজেরা ভাঙে, নিজেদের চরিত্র নিজেরাই নষ্ট করে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ৷

তাঁর অভিযোগ, পুলিশকে দিয়ে ছাপ্পা ভোট দিচ্ছে বিজেপি ৷ নির্বাচনে বিহারি পুলিশ থাকলেও রাজ্যের বেশ কিছু পুলিশকে বিজেপির নেতারা কিনে নিয়েছেন ৷ বাংলায় ভোট করতে এসেছেন এক লক্ষ বিজেপি নেতা ৷ সমস্ত হোটেল, রিসর্ট দখল নিয়েছে মমতাকে হারাতে ৷ তাঁর কথায়, "আমি একাই একশো ৷ আমাকে হারাতে লাখো নেতা হাজির ৷ আমার সঙ্গে বাংলার মা-বোনেরা আছেন ৷ আমাকে হারানো সহজ না ৷"

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বলেন, "বাংলাদেশীকে অনুপ্রবেশকারী বলতে ছাড়েন না যাঁরা ৷ তাঁরা কিনা বাংলাদেশে যাচ্ছেন মতুয়াদের ভোট কিনতে ৷ ভোট চাইতে বাংলাদেশেও সভা করতে যাচ্ছেন মোদি", এনআরসি এনপিআর প্রসঙ্গেও কটাক্ষ করেন তিনি ৷

অকুতোভয় মমতার ঘোষণা, "বিজেপিকে ভয় পাই না ৷ আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি ৷ যতদিন বাঁচব ততদিন বিজেপির বিরুদ্ধে লড়াই করব ৷ বীরের মতো লড়ব ৷ কাউকে ভয় পাই না ৷"

ABOUT THE AUTHOR

...view details