কৃষ্ণনগর, 21 মার্চ : রবিবাসরীয় প্রচারে নামলেন কৃষ্ণনগর দক্ষিণের সিপিআইএম প্রার্থী সুমিত বিশ্বাস ৷ এদিন তিনি সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গা ঘুরে দেখেন ৷ কথা বলেন এলাকার মানুষদের সঙ্গে ৷ জানতে চান তাদের নানাবিধ সমস্যার কথাও ৷ যদিও কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রকে নিজের পাড়া বলে দাবি করেন প্রার্থী ৷ বলেন, "এখানেই আমি ছোট থেকে বড় হয়েছি ৷ মানুষ আমাদের কথা শুনছেন ৷ আমাদের ডাকে সাড়া দিচ্ছেন ৷ আমার দৃঢ় বিশ্বাস এলাকার মানুষ আমাদের সঙ্গেই থাকবেন ৷ "
প্রসঙ্গত , একই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে টিকিট পেয়েছেন মহাদেব সরকার ৷ প্রতিপক্ষকে কোনওরকম ভাবেই আমল দিতে নারাজ বামপ্রার্থী ৷ বলেন , " কোথায় কে প্রার্থী আমাদের কাছে তা বড় নয় ৷ এলাকার বিজেপি প্রার্থীর বিরূদ্ধেই বিজেপির একটা বড় অংশ দুর্নীতির অভিযোগ তুলেছে ৷ স্বয়ং প্রার্থীকেই দুর্নীতিগ্রস্থ বলছে ৷" অন্যদিকে তৃণমূলের হয়ে লড়ছেন রাজ্যের কারামন্ত্রী তথা তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস ৷ তাঁকেও প্রতিযোগিতার তালিকাতে রাখতে চান না তিনি ৷ বলেন, " গত 10 বছরে ওনার গলার আওয়াজই শোনেনি এলাকার মানুষ ৷ এলাকার মানুষের সুবিধা-অসুবিধার কোনও প্রসঙ্গই উনি তোলেননি ৷ "