নদিয়া, 16 এপ্রিল : শিরোনামে মহুয়া মৈত্র আর তাঁর ফেসবুক পোস্ট ৷ আগামিকাল ভোটের আগে সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।
তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে তাঁর দাবি অনুযায়ী দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস আধাসামরিক বাহিনীদের সঙ্গে মধ্যাহ্নভোজন করছেন । স্বভাবতই, এর পর অসীমের বিরুদ্ধে ভোটের আগের দিন খাইয়ে দাইয়ে কেন্দ্রীয় বাহিনীর লোকজনকে ব্যবহার করার প্রস্তুতি নেওয়ার অভিযোগ তোলেন মহুয়া।
মহুয়া মৈত্রর ফেসবুক পোস্ট এই প্রসঙ্গে রানাঘাটের কেন্দ্রের বিজেপির সাংসদ তথা শান্তিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে জিজ্ঞেস করা হলে, তিনি মহুয়া নিজেকে স্বর্গের দেবী ভাবেন বলে উল্লেখ করে বলেন, ''তিনি মাটিতে পা রাখতে চান না ৷ আর সিকিউরিটির সঙ্গে খেলে কী অপরাধ ?'' উল্টে তাঁর অভিযোগ মহুয়া নিজেকে সাধারণ মানুষ ভাবেন না ৷ বিজেপি প্রার্থী জগন্নাথের মতে সিকিউরিটি কেন, দীন দুঃখী, ভিখারির সঙ্গে একলাইনে বসে খাওয়া উচিত ৷ আর এই ভাবনা নেই বলেই তিনি ‘অহংকারে’ এমন কথা বলছেন ৷ তাই অসীম বিশ্বাসের আধাসামরিক বাহিনীর সঙ্গে একসঙ্গে খাওয়ায় কোনও অপরাধ নেই, একে অসৎ উদ্দেশে ব্যবহার করছেন মহুয়া, দাবি জগন্নাথের ৷ এমনকী, মহুয়া ওই বাহিনীকে ''সিআইএসএফ বলে চালিয়ে দিতে চান, এটা মহুয়ার ভুল’’ হচ্ছে বলেন তিনি ৷ এটা খুব স্বাভাবিক ৷ তৃণমূল ''পায়ের তলার মাটি হারিয়ে আবোলতাবোল বকছে ৷'' ওই নিরাপত্তারক্ষীরা আধাসামরিক বাহিনীর কেউ নয়, ওরা বডিগার্ড দাবি বিজেপি সাংসদের ৷ তাই এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন,সেটা ছবিতেই পরিষ্কার, জানান তিনি ৷ তিনি আরও বলেন, ''যাঁদের বিচার বুদ্ধি আছে, তাঁরা দেখেই বুঝে যাবেন যে অসীম বিশ্বাসের সঙ্গে যাঁরা খাচ্ছেন, তাঁরা আধাসামরিক বাহিনী, সিআইএসএফ জওয়ানের কেউ নন ৷''
আরও পড়ুন: পঞ্চম দফার 45টি আসনে সম্মুখ-সমরে ঘাসফুল-পদ্মফুল
এই ঘটনা নিয়ে রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর কুমার পোদ্দার অবশ্য মহুয়ার বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, ''আমার বিরোধী বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসকে বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্সের লোকজনের সঙ্গে খাওয়াদাওয়া করছেন ৷ নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স যেভাবে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, তাতে নির্বাচনের মধ্য়েই বিভিন্ন ভাবে বিজেপির প্রার্থীরা ক্ষমতার অপব্যবহার করছে ৷'' তাঁর দাবি হাঁসখালির বগুরা থানায় ডিউটি অফিসারের সঙ্গে ব্যবহারেই প্রমাণিত যে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে রাজ্য সরকারের পুলিশকে ভয়-ভীতি দেখিয়ে নানা কৌশলে নির্বাচন করতে চাইছে ৷ তৃণমূল প্রার্থীর আশা জনগণ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসকে বিপুল ভোটে হারাবে ৷ তিনি মনে করেন, "মানুষ সব বোঝেন ৷ তাঁরা তাঁদের সিদ্ধান্ত নেবেন ৷"
তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর এফবি পোস্ট ঘিরে বিতর্ক