গয়েশপুর, 23 এপ্রিল : পঞ্চম দফায় ভোট ছিল নদিয়ার গোয়েশপুরে ৷ ভোটের দিন দফায় দফায় উত্তপ্ত হয়েছে গোয়েশপুর ৷ কখনও বোমা উদ্ধারে ঘিরে আবার কখনও বিজেপি ও তৃণমূলের সংঘর্ষকে ঘিরে ৷ কিন্তু ভোট মিটলেও মিটছে না অশান্তি ৷ বোমা উদ্ধারকে ঘিরে ফের খবরের শিরোনামে নদিয়ার গোয়েশপুর ৷ ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার গয়েশপুর 14 নম্বর ওয়ার্ডে ।
স্থানীয় সূত্রে খবর, সকালে রাস্তার ধারে বোমা পড়তে দেখেন কয়েকজন স্থানীয় ৷ তারা তৎক্ষণাৎ খবর দেয় কল্যাণী থানার পুলিশে ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ পরে পুলিশ খতবর দেয় বোম্ব স্কোয়াডেও ৷ পরে তারা এসে বোমগুলি নিস্ক্রিয় করে ৷ পাশাপাশি এই বোমা উদ্ধারকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ৷ তৃণমূল ও বিজেপি উভয়েই আঙুল তুলেছে উভয়ের দিকে ৷