হাঁসখালি, 25 এপ্রিল : বোমা বাঁধতে গিয়ে তা ফেটে মৃত্যু হল এক ব্যক্তির ৷ ঘটনায় আহত চারজন ৷ তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার বেনিয়া এলাকায় । মৃত ব্যক্তির নাম সুশান্ত রায় ।
সূত্রের খবর, শনিবার রাতে বেনিয়া এলাকায় একটি বাড়িতে বোমা বাঁধছিল সুশান্ত সহ পাঁচজন ব্যক্তি । বাঁধার সময় হঠাৎ তা ফেটে যাওয়ায় গুরুতর জখম হন সকলেই । বোমা ফাটার আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন সুশান্ত রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । তৎক্ষণাৎ তাকে স্থানীয় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করেন ৷ সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় ।