নদিয়া, 6 এপ্রিল : 10 এপ্রিল নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কৃষ্ণনগর সরকারি কলেজের মাঠে সভা করবেন তিনি । আর সেই জনসভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে ৷ মঞ্চ বাঁধার কাজ শুরু করার আগে পুরোহিত ডেকে খুঁটিপুজো করলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সঙ্গে যজ্ঞের আয়োজনও করা হয় ৷
মোদির সভার প্রস্তুতিতে কৃষ্ণনগরে সরকারি কলেজের মাঠে বিজেপির যজ্ঞ - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
নদিয়ায় নরেন্দ্র মোদির প্রচারের মঞ্চ তৈরির আগে খুঁটিপুজো করল বিজেপি ৷ সেই সঙ্গে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল ৷ আগামী 10 এপ্রিল নদিয়ার কৃষ্ণনগরের সরকারি কলেজ মাঠে এই জনসভা হবে ৷
আরও পড়ুন : টাকায় বিক্রি বাঙালি, বাকযুদ্ধে মোদি-মমতা
মঙ্গলবার বিজেপির রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের উপস্থিতিতে পুজো এবং যজ্ঞ করা হয় গভমেন্ট কলেজের মাঠে। নির্বাচনী আবহে রাজ্য়ের প্রায় প্রতিটি প্রান্তে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যে প্রথম তিন দফার ভোটে দফায় দফায় রাজ্যে প্রচার করেছেন তিনি । নদিয়ায় পঞ্চম এবং ষষ্ঠ দফায় ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। আর তাই আগামী 10 এপ্রিল নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মূলত সেই কারণেই নরেন্দ্র মোদি এবং বিজেপি কর্মী সমর্থকদের কল্যাণ ও সাফল্য কামনায় পুরোহিত দিয়ে যজ্ঞ করানো হল। আজ থেকেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে । স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদির এই নির্বাচনী প্রচারকে ঘিরে নিরাপত্তা আঁটোসাঁটো করেছে প্রশাসন ৷