পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানাঘাটে বিজেপির কার্যালয়ে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল - রানাঘাট থানা

রানাঘাটে বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ যদিও ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল ৷

রানাঘাটে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর
রানাঘাটে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর

By

Published : Mar 31, 2021, 3:34 PM IST

রানাঘাট , 31 মার্চ : আগামীকাল রাজ্য়ে দ্বিতীয় দফার নির্বাচন ৷ তার আগে বিজেপির ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলা সহ দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানা এলাকায় । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

নদিয়ার রানাঘাট থানার 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিজেপির একটি অস্থায়ী কার্যালয় ছিল। অভিযোগ, গতকাল রাতে ওই কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ ভেঙে ফেলা হয় কার্যালয়ের চেয়ার-টেবিল ৷ ছিঁড়ে ফেলা হয় বিজেপির ফেস্টুন-ব্যানার ৷ ঘটনার প্রতিবাদে কার্যালয়ের সামনেই বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব।

যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির কার্যালয়টি সরকারি জায়গায় অবস্থিত ৷ সেই কারণে নির্বাচন কমিশনের নির্দেশে তাদের কার্যালয়টি ভেঙে দিয়েছে প্রশাসন। বিজেপি বুঝতে পেরেছে যে নির্বাচনে তারা হারতে চলেছে ৷ সেই কারণেই তারা মিথ্যা অভিযোগ তুলেছে ৷

রানাঘাটে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর , কাঠগড়ায় তৃণমূল

ঘটনার পর বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

আরও পড়ুন :দিনহাটায় বিজেপি কার্যালয়ে আগুন, অভিযোগের তির তৃণমূলের দিকে

ABOUT THE AUTHOR

...view details