তেহট্ট, 16 এপ্রিল : তেহট্টে নির্বাচনী প্রচারে গিয়ে মতুয়াদের জন্য় একাধিক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করলেন অমিত শাহ ৷ মতুয়া দলপতিদের জন্য় ভাতা, নাগরিকত্ব সহ একাধিক বিষয়ে প্রতিশ্রুতি দেন তিনি ৷
নির্বাচনে জিততে হলে মতুয়া ভোটব্য়াঙ্ক যে অন্য়তম গুরুত্বপূর্ণ তা বুঝেছেন অমিত ও গোটা বিজেপি নেতৃত্ব ৷ আর সেকারণেই মতুয়ে ভোটব্য়াঙ্ক নিজেদের ঝুলিতে ভরতে একাধিক সুবিধা দেওয়ার ঘোষণা অমিতের ৷ প্রথমেই তিনি নাগরিকত্ব দেওয়া নিয়ে বক্তব্য় রাখেন ৷ তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে মতুয়ারা নাগরিকত্ব পাবে না ৷ তাই 2 মে বিজেপি সরকার গঠন করেই মতুয়াদের নাগরিকত্ব দেবে ৷" একইসঙ্গে ঠাকুরনগর স্টেশনের নাম পরিবর্তন করা হবে বলেও জানান তিনি ৷ তাঁর কথায়, সরকার গঠন হওয়ার পরই ঠাকুরনগর স্টেশনের নাম পরিবর্তন করে শ্রীধাম ঠাকুরনগর করা হবে। ঠাকুরনগরকে তীর্থক্ষেত্রের সঙ্গে যুক্ত করা হবে। শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ধামকে পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।