পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রার্থী বদল না হলে রানাঘাটে নির্দল হয়ে দাঁড়ানোর হুমকি বিজেপি নেত্রীর

বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ ও অনশন চলছে নদিয়ায় ৷ প্রার্থী বদল করা না হলে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবেন বলে হুমকি দিয়েছেন এক বিক্ষুব্ধ নেত্রী ৷

bengal-election-2021-agitation-continues-over-candidate-list-bjp-leader-wants-to-fight-as-independent-candidate-at-ranaghat
প্রার্থী বদল না-হলে রানাঘাটে নির্দল হয়ে দাঁড়ানোর হুমকি বিজেপি নেত্রীর

By

Published : Mar 23, 2021, 2:54 PM IST

রানাঘাট, 23 মার্চ:প্রার্থী বদলের দাবিতে নদিয়ায় বিজেপির দলীয় অফিস ঘেরাও করে বিক্ষোভ এখনও চলছে ৷ চলছে লাগাতার অনশনও ৷ তারই মাঝে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিলেন নদিয়ার বিক্ষুব্ধ বিজেপি নেত্রী পূর্ণিমা দত্ত ।

রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্য়ায়কে নিয়ে বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভ-বিক্ষোভ থামার নামই নিচ্ছে না । রানাঘাটের প্রার্থী হিসেবে পার্থবাবুর নাম ঘোষণা হওয়ার পর থেকেই রানাঘাটে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকজন বিজেপি কর্মী । ক্ষোভ এতটাই বৃহৎ আকার ধারণ করেছে যে প্রার্থী বদলের জন্য অনশনেও বসেছেন কয়েকজন ক্ষুব্ধ বিজেপি কর্মী ।

প্রার্থী বদল না-হলে রানাঘাটে নির্দল হয়ে দাঁড়ানোর হুমকি বিজেপি নেত্রীর

আরও পড়ুন:"বাইরে থেকে অপরাধীদের এনে নন্দীগ্রামে আশ্রয় দিচ্ছেন শুভেন্দু", কমিশনে চিঠি তৃণমূলের

কিন্তু এতেও কোনও কাজ না হওয়ায় এ বার সরাসরি পার্থবাবুর বিরুদ্ধে গোঁজ প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন পূর্ণিমা দত্ত নামে এক বিক্ষুব্ধ বিজেপি নেত্রী। এ দিন তিনি হুমকির সুরে বলেন, "হয় প্রার্থী বদল হবে, নয়তো আমি নির্দল হিসেবে ভোটে দাঁড়াব।’’ যদিও এই প্রসঙ্গে দলের রাজ্য নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ABOUT THE AUTHOR

...view details