শান্তিপুর, 13 এপ্রিল : প্রায় 30 বছর পর নিজের পিতৃভূমিতে এলেন মিঠুন চক্রবর্তী ৷ নদিয়ার শান্তিপুরে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে প্রচারে এসেছিলেন তিনি ৷ এখানেই রয়েছে মহাগুরুর পিতৃভিটে ৷ তাই কাজের ফাঁকে তিন দশক পর পিতৃভিটেয় পা রাখেন মিঠুন ৷
অন্যান্য জায়গার তুলনায় নদিয়ার শান্তিপুর মিঠুন চক্রবর্তীর কাছে অন্য মাত্রা রাখে ৷ কারণ, তাঁর পিতৃভিটে রয়েছে শান্তিপুরে । আজ শান্তিপুরে রোড শো করার পর নিজের বাড়িতে যান মিঠুন । তাঁর আসার খবর পেতেই চক্রবর্তী বাড়িতে ব্যস্ততা শুরু হয়ে যায় ৷ মিঠুনের প্রিয় খাবার নিজে হাতে রান্না করে রেখেছিলেন তাঁর কাকিমা । কিন্তু ব্যস্ততা এবং নিরাপত্তার কারণে খাবার না খেয়েই চলে যেতে হল মিঠুন চক্রবর্তীকে । এই নিয়ে কিছুটা আফসোস থাকলেও বাস্তবটা মেনে নিচ্ছেন বাড়ি মেয়ে-বউরা ৷ পরে আবার কখনও এসে বাড়ির খাবার খাবেন বলে আশা তাঁদের ৷