পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিন দশক পর পিতৃভিটেয় মহাগুরু - শান্তিপুরে পিতৃভূমিতে মিঠুন চক্রবর্তী

অন্যান্য জায়গার তুলনায় নদিয়ার শান্তিপুর মিঠুন চক্রবর্তীর কাছে অন্য মাত্রা রাখে ৷ কারণ, তাঁর পিতৃভিটে রয়েছে শান্তিপুরে ।

mithun
mithun

By

Published : Apr 13, 2021, 10:58 PM IST

শান্তিপুর, 13 এপ্রিল : প্রায় 30 বছর পর নিজের পিতৃভূমিতে এলেন মিঠুন চক্রবর্তী ৷ নদিয়ার শান্তিপুরে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে প্রচারে এসেছিলেন তিনি ৷ এখানেই রয়েছে মহাগুরুর পিতৃভিটে ৷ তাই কাজের ফাঁকে তিন দশক পর পিতৃভিটেয় পা রাখেন মিঠুন ৷

অন্যান্য জায়গার তুলনায় নদিয়ার শান্তিপুর মিঠুন চক্রবর্তীর কাছে অন্য মাত্রা রাখে ৷ কারণ, তাঁর পিতৃভিটে রয়েছে শান্তিপুরে । আজ শান্তিপুরে রোড শো করার পর নিজের বাড়িতে যান মিঠুন । তাঁর আসার খবর পেতেই চক্রবর্তী বাড়িতে ব্যস্ততা শুরু হয়ে যায় ৷ মিঠুনের প্রিয় খাবার নিজে হাতে রান্না করে রেখেছিলেন তাঁর কাকিমা । কিন্তু ব্যস্ততা এবং নিরাপত্তার কারণে খাবার না খেয়েই চলে যেতে হল মিঠুন চক্রবর্তীকে । এই নিয়ে কিছুটা আফসোস থাকলেও বাস্তবটা মেনে নিচ্ছেন বাড়ি মেয়ে-বউরা ৷ পরে আবার কখনও এসে বাড়ির খাবার খাবেন বলে আশা তাঁদের ৷

আরও পড়ুন : ছয় মাসের মধ্যে বাংলা ঘুরে দাঁড়াবে, জলপাইগুড়িতে বললেন মিঠুন

খুব অল্প সময়ের জন্য শান্তিপুরের বাড়িতে গিয়েছিলেন মিঠুন ৷ ঘরের ছেলেকে কাছে পেয়ে তাঁর পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দা আপ্লুত । পরিবারের সদস্যরা তাঁকে পেয়ে জড়িয়ে ধরেন এবং এলাকার মানুষজন সেলফি তুলতে ব্যস্ত থাকেন ।

তিন দশক পর পিতৃভিটেয় মহাগুরু

ABOUT THE AUTHOR

...view details