শান্তিপুর, 21 মার্চ : বিজেপি প্রার্থীর নাম ও প্রতীকি চিহ্নের উপর লেপে দেওয়া হল কাদা । কাদা দিয়ে নাম মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল ।
নদিয়ার শান্তিপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণ পল্লী এলাকায় দেওয়ালে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এর নাম লেখা ছিল । পাশে আঁকা ছিল বিজেপির প্রতীক । কাদা দিয়ে মুছে দেওয়া হয় নাম ও প্রতীক । রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ বিজেপির । তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করা হয় বিজেপি-র পক্ষ থেকে । একইসঙ্গে দেওয়ালের উপর ক্যালেন্ডার টানিয়ে দেয়া হয়, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজয় দে এবং তাঁর সঙ্গীদের ছবি আছে । বিজেপি দাবি করে ক্যালেন্ডার থেকেই স্পষ্ট, যে এই কাজ তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরাই করেছে ।