নদীয়া,16 ডিসেম্বর : বাড়ি ভাড়া নিয়ে চলছিল বেআইনিভাবে ভিসা ও পাসপোর্ট তৈরির কাজ । স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয় । পুলিশ আটক করে 3 বাংলাদেশিকে । তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরির ঘটনা ।
সূত্রের খবর, নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি মোজাফফর কলোনিতে একটি লজে ভাড়া থাকত পাঁচজন যুবক । তাদের গতিবিধি এবং কাজকর্ম দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা লজের ঘরে গিয়ে তাদের পরিচয়পত্র দেখতে চায় । তারা পরিচয়পত্র দেখাতে গড়িমসি করে বলে অভিযোগ । একজন পালানোরও চেষ্টা করে । স্থানীয় যুবকরা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয় । নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে তিন যুবককে গ্রেফতার করে ।
বেআইনিভাবে ভিসা ও পাসপোর্ট তৈরীর কাজ,আটক বাংলাদেশি - নাকাশীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তিন যুবককে গ্রেফতার করে
নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি মোজাফফর কলোনিতে একটি লজে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতো পাঁচজন যুবক । তাদের গতিবিধি এবং কাজকর্ম দেখে সন্দেহ স্থানীয় বাসিন্দাদের। রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা লজের ঘরে গিয়ে তাদের পরিচয় পত্র দেখতে চায় । তারা পরিচয় পত্র দেখাতে গড়িমসি করে বলে অভিযোগ । একজন পালানোরও চেষ্টা করে । স্থানীয় যুবকরা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয় । নাকাশীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তিন যুবককে গ্রেফতার করে ।
আটক বাংলাদেশি
স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ সরকারের অভিযোগ. "লজে মোট ৫ জন বাংলাদেশি ছিল । তাদের কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি । "পুলিশ সূত্রে খবর, একজন নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করলেও, অন্য দুই যুবক নিজেদের ভারতীয় বলে দাবি করেছে । যদিও ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । নকল পাসপোর্ট এবং ভিসা তৈরি করার চক্র কতদুর বিস্তৃত তার তদন্ত শুরু করেছে পুলিশ । এর পাশাপাশি লজের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।