পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attack on TMC Councillor in Nabadwip : আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, সঙ্গীদের তৎপরতায় প্রাণরক্ষা - Attack on TMC Councillor of Ward No 22 of Nabadwip Municipality With Firearms

নবদ্বীপে 22নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের উপর দুষ্কৃতীদের হামলা (Attack on TMC Councillor in Nabadwip) ৷ সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য ৷ হামলাকারী দুষ্কৃতীদের মধ্যে 3 জনকে ধরে ফেলেন কাউন্সিলরের সঙ্গীরা ৷ তাদের থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে (Attack on TMC Councillor of Ward No 22 of Nabadwip Municipality With Firearms) ৷

Attack on TMC Councillor of Ward No 22 of Nabadwip Municipality With Firearms
Attack on TMC Councillor of Ward No 22 of Nabadwip Municipality With Firearms

By

Published : Apr 18, 2022, 10:33 AM IST

নবদ্বীপ, 18 এপ্রিল : পানিহাটির পর এবার নবদ্বীপ ৷ ফের তৃণমূল কাউন্সিলরের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ (Attack on TMC Councillor in Nabadwip) ৷ তবে, এবার কাউন্সিলরের সঙ্গে থাকা তৃণমূল নেতাকর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচালেন নবদ্বীপ পৌরসভার 22নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য ৷ অভিযোগ একদল দুষ্কৃতী রবিবার রাতে তাঁর উপর হামলা চালায় ৷ কাউন্সিলরকে বাঁচাতে গিয়ে, তাঁর সঙ্গে থাকা তৃণমূলের অন্যান্য নেতা ও কর্মীরা দুষ্কৃীতদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে ৷ ঘটনায় 3 জনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বাকি 3 দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায় ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নবদ্বীপ পৌরসভার 22নং ওয়ার্ডের ফাঁসিতলার কৃষ্ণকালীতলা মোড়ে তৃণমূল কার্যালয় থেকে দলের কর্মীদের সঙ্গেই বাড়ি ফিরছিলেন কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য ৷ অভিযোগ সেই সময় একদল দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় ৷ তাঁকে মারতে শুরু করে ৷ তাঁদের মধ্যে কয়েকজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ (Attack on TMC Councillor of Ward No 22 of Nabadwip Municipality With Firearms) ৷ কাউন্সিলরকে গুলি করার আগেই, তাঁর সঙ্গে থাকা তৃণমূলের কর্মীরা ওই দুষ্কৃতীদের বাধা দেন ৷ দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ 3 জনকে সেখানেই ধরে ফেলেন তৃণমূল কর্মীরা ৷ পরিস্থিতি বেগতিক দেখা বাকিরা সেখান থেকে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : Panihati TMC Councillor Murder Issue : সিবিআই নয়, সিআইডিতেই আস্থা ; 24 ঘণ্টায় বয়ান বদল পানিহাটিতে মৃত কাউন্সিলরের স্ত্রীর

এর পর পুলিশে খবর দেওয়া হয় ৷ ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ ৷ তাঁদের কাছ থেকে 1টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ 2টি বাইক আটক করেছে পুলিশ ৷ তৃণমূলের অভিযোগ ধৃতরা সকলেই সক্রিয় বিজেপিকর্মী ৷ তবে, শুধু রাজনৈতিক শত্রুতা না এর পিছনে অন্য কোনও কারণ আছে ? তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

নবদ্বীপে তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, গ্রেফতার 3

আরও পড়ুন : Panihati Councillor Murder Case: পানিহাটিতে কাউন্সিলর খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

এই ঘটনায় আক্রান্ত তৃণমূল কাউন্সিলর জানান, এটাই প্রথমবার নয় ৷ তাঁর উপর 2019 সালেও একবার হামলা চালানো হয়েছিল ৷ একাধিকবার সন্দেহজনক আচরণের জন্য কয়েকজনকে পুলিশ আটকও করে ৷ তিনি জানান, আজ সন্ধ্যা থেকেই তৃণমূলের কার্যালয়ের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই 6 দুষ্কৃতী ৷ সন্দেহের কারণেই তৃণমূলের কর্মীরা তাঁকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন ৷ তাঁরা না থাকলে প্রাণে বাঁচতেন না বলে জানান আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য ৷ তবে, তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details