নবদ্বীপ, 18 এপ্রিল : পানিহাটির পর এবার নবদ্বীপ ৷ ফের তৃণমূল কাউন্সিলরের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ (Attack on TMC Councillor in Nabadwip) ৷ তবে, এবার কাউন্সিলরের সঙ্গে থাকা তৃণমূল নেতাকর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচালেন নবদ্বীপ পৌরসভার 22নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য ৷ অভিযোগ একদল দুষ্কৃতী রবিবার রাতে তাঁর উপর হামলা চালায় ৷ কাউন্সিলরকে বাঁচাতে গিয়ে, তাঁর সঙ্গে থাকা তৃণমূলের অন্যান্য নেতা ও কর্মীরা দুষ্কৃীতদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে ৷ ঘটনায় 3 জনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বাকি 3 দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায় ৷
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নবদ্বীপ পৌরসভার 22নং ওয়ার্ডের ফাঁসিতলার কৃষ্ণকালীতলা মোড়ে তৃণমূল কার্যালয় থেকে দলের কর্মীদের সঙ্গেই বাড়ি ফিরছিলেন কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য ৷ অভিযোগ সেই সময় একদল দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় ৷ তাঁকে মারতে শুরু করে ৷ তাঁদের মধ্যে কয়েকজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ (Attack on TMC Councillor of Ward No 22 of Nabadwip Municipality With Firearms) ৷ কাউন্সিলরকে গুলি করার আগেই, তাঁর সঙ্গে থাকা তৃণমূলের কর্মীরা ওই দুষ্কৃতীদের বাধা দেন ৷ দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ 3 জনকে সেখানেই ধরে ফেলেন তৃণমূল কর্মীরা ৷ পরিস্থিতি বেগতিক দেখা বাকিরা সেখান থেকে পালিয়ে যায় ৷