কল্যাণী , 18 মে : কল্যাণীতে আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ তৃণমূল অবশ্য এই হামলাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে মন্তব্য করেন ৷
সোমবার সন্ধ্যায় বিজেপি কর্মীর বাড়িতে অস্ত্র নিয়ে হামলা করে একদল দুষ্কৃতী ৷ ভাঙচুর করা হয় বাড়িঘর, ভেঙ্গে দেওয়া হয় মোটরবাইক সেই সঙ্গে দেওয়া হয় প্রাণনাশের হুমকি ৷ এমনই দাবি করেন নদীয়ার গয়েশপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী মনোজ দাস ৷
এরপরই পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ । আপাতত পুরো ঘটনা খতিয়ে দেখছেন প্রশাসনিক কর্তারা ৷