নদিয়া, 25 মার্চ: নোবেল সিলেকশন কমিটিতে ডাক পেলেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানের গবেষক তথা বঙ্গসন্তান নদিয়ার গাংনাপুরের ডক্টর অসীম দত্ত রায় (Nadia medical scientist in Nobel selection committee)। তাঁর এই সাফল্যের খবর পেয়ে খুশি এলাকাবাসী ৷ খুশি তাঁর গ্রামের (Nadia news) বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ।
অসীম দত্ত রায় (Asim Duttaroy news) গোপীনগর গ্রামের ছেলে । ছোটবেলা থেকে আর্থিক সংকটের মধ্যে পড়াশোনা করেছেন । গোপীনগর প্রাইমারি স্কুলে পড়তেন ৷ গাছের নিচেই স্কুলে পড়াশোনা করতেন । 40 বছর আগে 1981 সালে চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর শিক্ষার জন্য তিনি আমেরিকা যান । তারপর তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, মুখ্য বৈজ্ঞানিকের দায়িত্ব পালন করেছেন ।
আরও পড়ুন:WBJEE 2021 Result : জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তৃতীয় শান্তিপুরের ব্রতীন মণ্ডল
2001 সাল থেকে তিনি অসলো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন । তাঁর নামে পাঁচটি আন্তর্জাতিক পেটেন্ট রয়েছে । দেশে নোবেল পুরস্কার কাকে দেওয়া হবে, নিজেকে আড়ালে রেখে সেই খোঁজ দিয়ে চলেছেন অসীম দত্ত রায় । একজন বাঙালি সন্তানের এই সাফল্যে খুশি গোটা রাজ্য, বিশেষত গাংনাপুরের মানুষ ।
ছোটবেলায় তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান, তাঁরা অসীমবাবুর এই কৃতিত্বে গর্ববোধ করছি । তবে তাঁর সঙ্গে কোনওদিন দেখা করার সৌভাগ্য হয়নি । শুনেছি তিনি এই স্কুলেই পড়াশোনা করতেন কার্যত গাছের তলায় । এলাকাবাসীরা বললেন, এখনও তিনি প্রায় প্রতিবছরই একবার করে বাড়িতে আসেন । আর বাড়িতে এলেই ছোট্টবেলার স্মৃতি রোমন্থনে তাঁর বিদ্যালয়ে ঘুরে যান । তাঁর জন্য আমরা গর্বিত ৷
গত দু‘বছরে করোনার কারণে তিনি বাড়ি ফিরতে পারেননি । কয়েক মাস পরে তিনি আবারও বাড়ি ফিরবেন বলে জানা গিয়েছে । তাঁকে এক চোখ দেখার আশায় রয়েছেন গ্রামের মানুষজন ৷