পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ASI Ratan Ray: 'মান বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে ডাকাতদের সঙ্গে গুলির লড়াই করেছি', বললেন এএসআই রতন রায় - ডাকাতদের সঙ্গে গুলির লড়াই

54 বছর বয়সে শরীরের 102 কেজি ওজন ৷ জীবনের ঝুঁকি নিয়ে সশস্ত্র ডাকাতদের সঙ্গে গুলির লড়াই ৷ নিজের জীবনকে বাজি রেখে মান বাঁচালেন পুলিশের ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 9:46 PM IST

এএসআই রতন রায়ের কীর্তি

নদিয়া, 30 অগস্ট:বয়স 54 বছর ৷ শরীরের ওজন 102 কেজি ৷ চলতে যে একটু সমস্যা হয় তা ছবি থেকে বোঝা যায় ৷ তবে তোয়াক্কা না করে ডাকাতদের তাড়া করেছিলেন ৷ এককথায় বলা যায় প্রাণের বাজি রেখে, পুলিশ মহলের মান বাঁচিয়েছেন ৷ নদিয়ার রানাঘাটের সোনার দোকানের ডাকাতির ঘটনায় 'সুপার হিরো' তকমা জুটছে রানাঘাট থানার এএসআই রতন কুমার রায়ের। তাঁর রিভলবারের গুলিতেই ডাকাতি করে পালানোর সময় আহত হয়েছিল দুই ডাকাত ।

মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা রতন কুমার ঘোষ । 27 বছর বয়সে চাকরিতে যোগ দিয়েছিলেন রাজ্য পুলিশের কনস্টেবল পদে । এরপর নিজের কর্মদক্ষতা এবং কর্তব্যে অবিচল রেখে একের পর এক প্রমোশনের পেয়ে এখন এএসআই হন তিনি। তার 27 বছরের চাকরি জীবনে অনেক ঘটনার সাক্ষী তিনি ৷ তবে এইভাবে ডাকাত দলের সঙ্গে গুলির লড়াই আগে কখনও করেননি তিনি। সে কথা উল্লেখ করেই এএসআই রতনকুমার ঘোষ বলেন, "যখন আমার কাছে খবরটা এসেছিল আমি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলাম । নিজের জীবনের কথা তখন মনে ছিল না। একটাই কথাই মাথায় এসেছিল, পুলিশের কিছুতেই বদনাম হতে দেব না। সেই পরিস্থিতিতে পালানোর কোনও প্রশ্নই ছিল না। পালাতে গেলে হয়তো একটা বুলেট আমার পিঠে এসে লাগত। আমি দেখতেও পারতাম না কে আমাকে গুলি করল। তাই লড়াই করে গিয়েছিলাম প্রাণ বাজি রেখে।"

আরও পড়ুন:দিনদুপুরে একই সংস্থার দু'টি গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গ্রেফতার 4

মঙ্গলবার সোনার দোকানে ডাকাতির ফোন পেয়ে তিনজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে নিজেই গাড়িতে করে সোনার দোকানের উদ্দেশে রওনা দেন । ততক্ষণে ডাকাত দলের কাছে খবর আছে বাইরে পুলিশ চলে এসেছে। তাই তড়িঘড়ি তারা গুলি চালাতে চালাতে রাস্তা দিয়ে পালাতে থাকে। তখন বন্দুক হাতে কার্যত একাই ছিলেন এসআই রতন কুমার ঘোষ । জীবনের কথা একবারও মনে পড়েনি, পড়েনি তার সংসারের কথা। কর্তব্যে অবিচল রতনকুমার রায় একবারও ভাবেন স্ত্রী, ছেলে-মেয়ের কথা ৷ অথচ আটজন সশস্ত্র ডাকাত যখন উলটোদিক থেকে ক্রমাগত গুলি চালাচ্ছে, তখন তার কাছে থাকা সেই সরকারি জং ধরা রিভলবার নিয়ে ছুটে চলেছেন ডাকাতের পিছু পিছু । উলটোদিক থেকে একইসঙ্গে একাধিক অত্যাধুনির রিভলবারের গুলি ছুটে আসছে তাঁর দিকে। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং সাহসিকতার পরিচয় দিয়ে সরকারি জংধরা বন্দুক নিয়ে ডাকাতদের গুলিকে নিশানা করেই জখম করেন 2 ডাকাত । ততক্ষণে অবশ্য খবর পেয়ে আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সোশাল মিডিয়ায় ভাইরাল লড়াইয়ের সেই ভিডিয়ো ৷

ABOUT THE AUTHOR

...view details