নদিয়া, 10 নভেম্বর: নদিয়ার প্রশাসনিক বৈঠকে গিয়ে ডেঙ্গি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ ডেঙ্গি প্রতিরোধে পঞ্চায়েত, জেলা পরিষদ, পৌরসভা সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি (Mamata Dengue Caution)৷
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি গত কয়েকদিনে ক্রমে জটিল হয়েছে ৷ কলকাতায় একই দিনে ডেঙ্গিতে চার জনের মৃত্যু পর্যন্ত ঘটেছে ৷ জেলায় জেলায় ডেঙ্গি পরিস্থিতিকে হাতিয়ার করে বিক্ষোভে নেমেছে বিরোধীরা ৷ এই অবস্থায় দলের সাংসদ ও বিধায়কদের আগেই ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বার্তা দেওয়া হয়েছিল শীর্ষ নেতৃত্বের তরফে ৷ ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যে উদ্বিগ্ন তা স্পষ্ট হল নদিয়ার প্রশাসনিক বৈঠকে ৷ এ দিন ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী ৷ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি ৷
বৃহস্পতিবার নদিয়ার প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, "ঠান্ডা পড়লে ডেঙ্গি কমে যাবে ৷ তবে এখনও বেশ গরম রয়েছে ৷ আরও কয়েকটা দিন সময় লাগবে ৷ ততদিন পর্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন ৷ নোংরা দেখলেই পরিষ্কার করুন ৷ পৌরসভা, জেলা পরিষদ ও পঞ্চায়েত সবাইকে ডেঙ্গি মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে ৷ সবদিক ক্লিন ও গ্রিন করতে হবে ৷ সাংসদ ও বিধায়করাও সতর্ক থাকুন ৷ দুয়ারে সরকারেও ডেঙ্গি নিয়ে সচেতনতা হবে ৷"