পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিমা তৈরি করছেন নদিয়ার মৃৎশিল্পীরা

মহালয়ার মুখে বৃষ্টি হয়েছে ৷ সেই বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিমা তৈরি করছেন নদিয়ার মৃৎশিল্পীরা ৷

By

Published : Sep 28, 2019, 4:28 AM IST

Updated : Sep 28, 2019, 4:09 PM IST

প্রতিমা

কৃষ্ণনগর, 28 সেপ্টেম্বর : হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন ৷ তাই জোরকদমে চলছিল প্রতিমা তৈরির কাজ ৷ কিন্তু, গত তিনদিনের বৃষ্টি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নদিয়ার মৃৎশিল্পীদের ৷ ফলে অল্প সময়ের মধ্যে কীভাবে প্রতিমা গড়া হবে ও রং করা হবে তা নিয়েই চিন্তিত তাঁরা ৷ কিন্তু, এখন আর তাঁদের কাছে হাত গুটিয়ে বসে থাকার সময় নেই ৷ তাই বৃষ্টির মধ্যেই চলছে প্রতিমা তৈরির কাজ ৷

নদিয়ার পালপাড়ার মৃৎশিল্পীদের পরিচিতি রয়েছে দেশজুড়ে ৷ প্রতি বছরই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দেশ ও বিদেশেও পাড়ি দেয় সেখানের তৈরি প্রতিমা ৷ সেজন্য মহালয়ার আগে চূড়ান্ত ব্যস্ততা থাকে নদিয়ার মৃৎশিল্পীদের ৷ নাওয়া-খাওয়ার সময়ও পান না ৷ কিন্তু, পুজোর মুখে খামখেয়ালিপনা আবহাওয়ার জেরে চরম দুর্ভোগের মুখে পড়েছেন তাঁরা ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে উদ্যোক্তাদের প্রতিমা ডেলিভারি করবেন তা ভেবেই রাতের ঘুম উড়েছে মৃৎশিল্পীদের ৷

বৃষ্টির মধ্যেই জোরকদমে চলছে কাজ

তেমনই একজন কানাইলাল ঘোষ ৷ তিনি জানান, বৃষ্টির জন্য বিভিন্ন সমস্যা হচ্ছে ৷ স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে শুকোচ্ছে না প্রতিমার রং ৷ তাঁর কথায়, "কারিগরদের খুব সমস্যা হচ্ছে ৷ বৃষ্টি হলেই ঠাকুর তুলতে হচ্ছে ৷ সেজন্য পলিথিনের ব্যবস্থা করা হচ্ছে ৷ বিভিন্ন রকমভাবে কাজে দেরি হচ্ছে ৷ আবহাওয়া ভালো থাকলে শান্তিতে কাজ করতে পারি ৷ কিন্তু, এখন কাজ করতে গেলে দেখছি যে এখানে-ওখানে জল পড়ছে ৷ লোক থাকলেও সেদিকে নজর দিতে দিতে সময় কেটে যাচ্ছে ৷ "

বৃষ্টি থেকে বাঁচাতে পলিথিনের নিচে প্রতিমা

এবার 20 টির মতো পুজো কমিটির কাজ থেকে প্রতিমা তৈরির বরাত পেয়েছেন ৷ কলকাতা, বগলা, ঘাটাল, বর্ধমানেও যাচ্ছে তাঁর তৈরি প্রতিমা ৷ কয়েকটি প্রতিমা তৈরির কাজও শেষ ৷ কিন্তু, বৃষ্টির জেরে সেগুলি নিতে যেতে পারছেন না উদ্যোক্তারা ৷

দেখুন ভিডিয়ো

একই বক্তব্য পালপাড়ার অন্য শিল্পী ও কারিগরদের ৷ প্রতিমায় রং করার মাঝেই বিশাল বিশ্বাস নামে এক শিল্পী জানান, বৃষ্টির জেরে শুধুমাত্র প্রতিমা তৈরির কাজ ব্যাহত হচ্ছে না, ডেলিভারির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে ৷ তাঁর কথায়, "খুব অসুবিধা হচ্ছে ৷ প্রতিমার গায়ে রং টানছে না ৷ ডেলিভারি দিতে খুব কষ্ট হচ্ছে ৷ জলকাদার মধ্যে লোডারদের প্রতিমা গাড়িতে তুলতে সমস্যা হচ্ছে ৷ কাঁচাও থেকে যাচ্ছে ৷ 60 শতাংশ কাজ হয়েছে ৷ 40 শতাংশ এখনও বাকি ৷ " চলতি বছর 30-35টি প্রতিমার বরাত পেয়েছেন তিনি ৷ কয়েকটি প্রতিমা তৈরি হয়ে গেছে ও তা নিয়েও চলে গেছেন উদ্যোক্তারা ৷ আর সেই বাকি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে বৃষ্টিকে উপেক্ষা করেই দিনরাত কাজ করছেন বিশালের মতো নদিয়ার অন্য মৃৎশিল্পীরাও ৷

Last Updated : Sep 28, 2019, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details