নবদ্বীপ, 8 অক্টোবর: গত দু'বছর করোনা আবহে সেভাবে কোনও পুজো না হওয়ার কারণে অধিকাংশ মৃৎশিল্পীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছিল । ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে এ বছর মোটের ওপর সব পুজোই বেশ জাঁকজমকপূর্ণ হচ্ছে ।
বিশ্বকর্মা পুজোতেও মৃৎশিল্পীদের ব্যবসা ভালো হয়েছে ৷ মূলত যারা ছোট ও ছাচের প্রতিমা তৈরি করে তাদের ভালো ব্যবসা হয়েছে । বাজারের দোকানীদেরও বিশ্বকর্মা পুজোয় প্রতিমার টান ছিল ভালোই । সদ্য দুর্গাপুজো শেষ হতেই পুনরায় লক্ষ্মী লাভের আশায় মৃৎশিল্পীরা । কারণ রবিবার কোজাগরী লক্ষ্মী পুজো (Lakshmi Puja) । লক্ষ্মী দেবীর আরাধনায় ব্রতী হবে সকলেই । তাই লক্ষ্মী প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত নবদ্বীপ শহরের ফাঁসি তলা, দণ্ডপানি তলা-সহ বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা ৷ দিনরাত প্রতিমা তৈরির কাজ চলছে ।
কলেজের প্রথম বর্ষের ছাত্রী রাইমা দাসও তাঁর দাদুর প্রতিমা তৈরির কাজে হাত লাগিয়েছেন ৷ মূর্তি রং করতে দেখা গিয়েছে তাঁকে । রাইমা বলেন, "গত কয়েক বছর ধরে আমি দাদুর সঙ্গে কাজ করি ৷ দাদুর হাতে হাতে যতটা সম্ভব কাজ করে দিই ৷ গত দু'বছর খুব কষ্টের মধ্য দিয়ে যাওয়ার পর এবার লক্ষ্মী প্রতিমার চাহিদা বেশি থাকায় আমাকেও দিনরাত কাজে হাত লাগাতে হচ্ছে (Artisans extremely busy in making Lakshmi idol) ।"