চাকদহ, 15 মার্চ : বাড়ি ভাড়া নিয়ে চলত বেআইনি আগ্নেয়াস্ত্র কারবার। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার 1 দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে নদিয়া চাকদা থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে এক ব্য়ক্তি চাকদা থানার সেবা গ্রামে একটি বাড়িভাড়া নেন ৷ তিনি নিজেকে আয়ুর্বেদিক চিকিৎসক বলে পরিচয় দেন ৷ বাড়ি ভাড়া নেওয়ার সময় তিনি জানান, যেহেতু তিনি আয়ুর্বেদিক চিকিৎসক তাই তিনি ওষুধের ব্য়বসা করবেন ৷ সেকারণেই ঘরভাড়া নিচ্ছেন ৷
কিন্তু কয়েকদিন যেতেই সন্দেহ বাড়ে ওই বাড়ির মালিকের ৷ কারণ অধিকাংশ সময়েই অপরিচিত ব্য়ক্তিরা যাতায়াত করতেন ৷ কিন্তু যেহেতু ওষুধের কারবার করেন তাই কিছু জানতে চাননি ৷ পুরো বিষয়টি সামনে এল গতকাল একটি ব্য়াগ দেখার পর ৷